• ঢাকা
  • রবিবার, ০৭ ডিসেম্বর, ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

শেখ হাসিনার আমল আর এই আমলের মধ্যে খুব একটা পার্থক্য নেই : তারেকের স্ত্রী


নিউজ ডেস্ক নভেম্বর ৬, ২০২৫, ১১:১৮ এএম
শেখ হাসিনার আমল আর এই আমলের মধ্যে খুব একটা পার্থক্য নেই : তারেকের স্ত্রী

আমজনতার দলের সাধারণ সম্পাদক মো. তারেক রহমানের স্ত্রী বর্তমান সরকারের প্রতি তীব্র সমালোচনা করে বলেছেন, শেখ হাসিনার আমল আর বর্তমান আমলের মধ্যে কোনো মৌলিক পার্থক্য নেই। তিনি বলেন, এক স্বৈরাচার গেছে, আরেক স্বৈরাচার ঘাড়ে চেপে বসেছে।

সম্প্রতি গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, আমরা যে বাংলাদেশের স্বপ্ন দেখেছিলাম, সেই বাংলাদেশ আজও অধরা। শুধু শাসক বদলেছে, কিন্তু দমননীতি রয়ে গেছে আগের মতোই। আমাদের আন্দোলন এখনো শেষ হয়নি—হয়তো আমাদের সন্তানেরাও এই আন্দোলন চালিয়ে যাবে।

তিনি আরও বলেন, আমার মনে হয় শেখ হাসিনার আমল আর এই আমলের মধ্যে খুব একটা পার্থক্য নেই।

তার এই মন্তব্য আসে এমন সময়ে, যখন নির্বাচন কমিশন নতুন তিনটি দল—জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্ক্সবাদী) এবং বাংলাদেশ আম জনগণ পার্টি—কে নিবন্ধন দিয়েছে। কিন্তু নিবন্ধন থেকে বাদ পড়েছে আমজনতার দল।

নিবন্ধন না পাওয়ার প্রতিবাদে দলটির সাধারণ সম্পাদক মো. তারেক রহমান মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেলে নির্বাচন কমিশনের মূল ফটকে আমরণ অনশন শুরু করেন। তিনি দাবি করেন, কমিশনের সিদ্ধান্ত ‘অন্যায্য ও রাজনৈতিকভাবে প্রভাবিত’।

এম

Wordbridge School
Link copied!