• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বিএনপি থেকেও অনেক নেতা বেরিয়ে যাওয়ার অপেক্ষায়


নিজস্ব প্রতিবেদক জানুয়ারি ৭, ২০১৬, ০৬:৩৫ পিএম
বিএনপি থেকেও অনেক নেতা বেরিয়ে যাওয়ার অপেক্ষায়

সোনালীনিউজ ডেস্ক
২০ দলীয় জোট থেকেই শুধু নয়, বিএনপি থেকেও অনেক নেতা-কর্মী বেরিয়ে যাওয়ার চিন্তা-ভাবনা করছেন। তাদের আর দলের বর্তমান নেতৃত্বের ওপর আস্থা নেই। এমনটাই মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।

আবদুল লতিফ নেজামীর নেতৃত্বাধীন ইসলামী ঐক্যজোটের ২০ দলীয় জোট ছাড়ার ঘোষণার বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এমন মন্তব্য করেন। আওয়ামী লীগ সভানেত্রীর ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে আজ বৃহস্পতিবার বিকেলে যৌথসভা শেষে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন মাহবুব উল আলম।

তিনি বলেন, ‘আজ আর শুধু জোট নয়, অনেক নেতাই বিএনপির সন্ত্রাসী ও অনৈতিক কাজের জন্য দল থেকে বেরিয়ে যাওয়ার চিন্তা-ভাবনা করছেন। ইতিমধ্যে একজন বেরিয়েও গেছেন, অনেকে অপেক্ষায় আছেন।’

‘ইসলামী ঐক্যজোট কী কারণে জোট ছেড়েছে আমরা এই মুহূর্তে সঠিকভাবে তা বলতে পারবো না।’ এমনটা জানিয়ে আওয়ামী লীগের এ নেতা বলেন, ‘খালেদা জিয়া পেট্রলবোমা দিয়ে জনজীবন বিপর্যস্ত করেছেন। যেটা আমাদের পবিত্র ধর্ম কখনোই সমর্থন করে না। আর সেই কারণে যদি কোনো দল জোট থেকে বেরিয়ে যায়, তাহলে সেটা স্বাভাবিক।’

Wordbridge School
Link copied!