abc constructions

খালেদা জিয়ার জন্মদিন বৃহস্পতিবার


নিজস্ব প্রতিবেদক আগস্ট ১৪, ২০১৯, ১০:৩৪ পিএম
খালেদা জিয়ার জন্মদিন বৃহস্পতিবার

ঢাকা : কারাবন্দি বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ৭৪তম জন্মবার্ষিকী আগামীকাল বৃহস্পতিবার।

বুধবার (১৪ আগস্ট) বিকেলে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ এ তথ্য জানিয়েছেন।

রুহুল কবির রিজভী আহমেদ জানান, বেগম খালেদা জিয়া ১৯৪৫ সালের ১৫ আগস্ট দিনাজপুরের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার মা চন্দনবাড়ির মেয়ে তৈয়বা মজুমদার আর পিতা ফেনীর ফুলগাজির ইস্কান্দার মজুমদার।

দোয়া মাহফিলের মাধ্যমে বিএনপি চেয়ারপারসন কারাবন্দি বেগম খালেদা জিয়ার ৭৪তম জন্মবার্ষিকী পালন করবে দলটি।

রিজভী বলেন, জন্মবার্ষিকী উপলক্ষে শুক্রবার ঢাকাসহ সারাদেশে বিএনপির পক্ষ থেকে তার রোগ মুক্তি ও দীর্ঘায়ু কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

এএস

 

Haque Milk Chocolate Digestive Biscuit
Dutch Bangla Bank Agent Banking
Wordbridge School