abc constructions

স্কুল খোলা নিয়ে সংসদে যা বললেন প্রধানমন্ত্রী


নিজস্ব প্রতিবেদক নভেম্বর ১৯, ২০২০, ০৯:১৩ পিএম
স্কুল খোলা নিয়ে সংসদে যা বললেন প্রধানমন্ত্রী

ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, করোনাভাইরাস বা কোভিড-১৯ চলমান পরিস্থিতির মধ্যে দেশের স্কুল খুলে দেওয়া ঝুঁকিপূর্ণ হবে। এজন্য সরকার স্কুল খুলে দিয়ে বাচ্চাদের জীবন ঝুঁকিতে ফেলতে চায় না।

আরো পড়ুন : নতুন কারিকুলামে স্কুল পর্যায়ে শিক্ষাব্যবস্থায় ব্যাপক পরিবর্তন

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাতে প্রধানমন্ত্রী জাতীয় সংসদের বিশেষ অধিবেশনে এ মন্তব্য করেন। এর আগে সন্ধ্যা ৬টা ৩ মিনিটে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে একাদশ জাতীয় সংসদের দশম অধিবেশন পুনরায় শুরু হয়।

করোনার দ্বিতীয় ঢেউ দেশে আসতে শুরু করেছে জানিয়ে সংসদে প্রধানমন্ত্রী বলেন, করোনার দ্বিতীয় ঢেউ আমাদের দেশেও আসতে শুরু করেছে। করোনা মোকাবিলায় আমাদের যথেষ্ট প্রস্তুতি আছে। ভ্যাকসিনের আগাম বুকিং দেওয়া হয়েছে।

করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলায় সরকারের আরও বেশি প্রস্তুতি আছে জানিয়ে প্রধানমন্ত্রী দেশবাসীকে সচেতন থাকার এবং মাস্ক পরার আহ্বান জানান।

সোনালীনিউজ/এইচএন

Haque Milk Chocolate Digestive Biscuit
Dutch Bangla Bank Agent Banking
Wordbridge School