abc constructions

করোনা মোকাবিলায় চিকিৎসা সরঞ্জাম পাঠাল যুক্তরাষ্ট্র


নিজস্ব প্রতিবেদক জুন ১০, ২০২১, ১১:১২ পিএম
করোনা মোকাবিলায় চিকিৎসা সরঞ্জাম পাঠাল যুক্তরাষ্ট্র

ঢাকা : করোনা মোকাবিলায় বাংলাদেশের জন্য যুক্তরাষ্ট্রের পাঠানো জরুরি চিকিৎসা সামগ্রী ঢাকায় পৌঁছেছে।

বৃহস্পতিবার (১০ জুন) রাতে এ তথ্য জানায় ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাস।

দূতাবাস জানায়, আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউএসএআইডির মাধ্যমে করোনার বিস্তার রোধে জরুরি চিকিৎসা সামগ্রীর দ্বিতীয় চালান বাংলাদেশে পৌঁছেছে। এতে করোনা মোকাবিলার ৮৪ মিলিয়ন চিকিৎসা সরঞ্জাম রয়েছে।

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসব চিকিৎসা সামগ্রী গ্রহণ করেন মার্কিন দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন জোয়ান ওয়াগনার, ইউএসএআইডি মিশনের পরিচালক ডেরিক এস ব্রাউন ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের যুক্তরাষ্ট্র উইংয়ের পরিচালক শেহেলি সাব্রিন।

এর আগে গত সোমবার (৭ জুন) করোনা মোকাবিলায় যুক্তরাষ্ট্রের পাঠানো চিকিৎসা সামগ্রীর প্রথম চালান বাংলাদেশ সরকারের কাছে হস্তান্তর করেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত রবার্ট আর্ল মিলার।

প্রথম চালানে চিকিৎসা সামগ্রীর মধ্যে স্বাস্থ্য সেবাদানকারী পেশাজীবীসহ অন্য সম্মুখসারির কর্মীদের জন্য অত্যাবশ্যকীয় ব্যক্তিগত সুরক্ষামূলক সরঞ্জামসহ পালস অক্সিমিটার, সর্বাধুনিক ১০০টি ভেন্টিলেটর এবং গ্যাস অ্যানালাইজার (বাংলাদেশ যাতে ভেন্টিলেটর উৎপাদন করতে পারে) রয়েছে।

সোনালীনিউজ/এমটিআই

Haque Milk Chocolate Digestive Biscuit
Dutch Bangla Bank Agent Banking
Wordbridge School