abc constructions

মৃত্যু কমলেও বিশ্বজুড়ে ফের বেড়েছে করোনা


আন্তর্জাতিক ডেস্ক জুন ১৯, ২০২১, ১১:৪০ এএম
মৃত্যু কমলেও বিশ্বজুড়ে ফের বেড়েছে করোনা

ছবি: ইন্টারনেট

ঢাকা : বিশ্বজুড়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা কিছুটা কমেছে। তবে আগের দিনের তুলনায় ফের বেড়েছে দৈনিক সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন সাড়ে ৮ হাজারের বেশি মানুষ। একই সময়ে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত মানুষের সংখ্যা ছাড়িয়েছে ৩ লাখ ৯৮ হাজার। ফলে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ১৭ কোটি ৮৫ লাখ। অন্যদিকে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৩৮ লাখ ৬৬ হাজার।

শনিবার (১৯ জুন) সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে পাওয়া সর্বশেষ তথ্যে জানা যায়।

তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৮ হাজার ৫০১ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় মৃত্যু কমেছে ৭০ জন। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৩৮ লাখ ৬৬ হাজার ৬৩৩ জনে। একই সময়ের মধ্যে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৯৮ হাজার ৪০৪ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় নতুন শনাক্ত রোগীর সংখ্যা কমেছে প্রায় ১৫ হাজার। এতে মহামারির শুরু থেকে ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭ কোটি ৮৫ লাখ ৮৫ হাজার ৮৭৪ জনে।

করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত ৩ কোটি ৪৩ লাখ ৯৩ হাজার ১৭০ জন করোনায় আক্রান্ত এবং ৬ লাখ ১৬ হাজার ৯১৭ জন মারা গেছেন। লাতিন আমেরিকার দেশ ব্রাজিল করোনায় আক্রান্তের দিক থেকে তৃতীয় ও মৃত্যুর সংখ্যায় তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে। দেশটিতে মোট শনাক্ত রোগী এক কোটি ৭৮ লাখ ২ হাজার ১৭৬ জন এবং মৃত্যু হয়েছে ৪ লাখ ৯৮ হাজার ৬২১ জনের।

অন্যদিকে করোনায় আক্রান্তের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে প্রতিবেশী দেশ ভারত। তবে ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যার তালিকায় দেশটির অবস্থান তৃতীয়। দেশটিতে মোট আক্রান্ত দুই কোটি ৯৮ লাখ ২২ হাজার ৭৬৮ জন এবং মারা গেছেন ৩ লাখ ৮৫ হাজার ১৬৭ জন।

এছাড়া এখন পর্যন্ত ফ্রান্সে ৫৭ লাখ ৫২ হাজার ৮৭২ জন, রাশিয়ায় ৫২ লাখ ৮১ হাজার ৩০৯ জন, যুক্তরাজ্যে ৪৬ লাখ ১০ হাজার ৮৯৩ জন, ইতালিতে ৪২ লাখ ৫০ হাজার ৯০২ জন, তুরস্কে ৫৩ লাখ ৫৯ হাজার ৭২৮ জন, স্পেনে ৩৭ লাখ ৫৭ হাজার ৪৪২ জন, জার্মানিতে ৩৭ লাখ ২৮ হাজার ৫৫৯ জন এবং মেক্সিকোতে ২৪ লাখ ৬৭ হাজার ৬৪৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

অন্যদিকে করোনায় আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ফ্রান্সে এক লাখ ১০ হাজার ৭০২ জন, রাশিয়ায় এক লাখ ২৮ হাজার ৪৪৫ জন, যুক্তরাজ্যে এক লাখ ২৭ হাজার ৯৫৬ জন, ইতালিতে এক লাখ ২৭ হাজার ২২৫ জন, তুরস্কে ৪৯ হাজার ৭১ জন, স্পেনে ৮০ হাজার ৬৫২ জন, জার্মানিতে ৯০ হাজার ৮৭৭ জন এবং মেক্সিকোতে ২ লাখ ৩০ হাজার ৭৯২ জন মারা গেছেন।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।

সোনালীনিউজ/এমএএইচ

Haque Milk Chocolate Digestive Biscuit
Dutch Bangla Bank Agent Banking
Wordbridge School