abc constructions

খুলনা বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা স্থগিত


নিজস্ব প্রতিবেদক জুন ২০, ২০২১, ০৭:২৪ পিএম
খুলনা বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা স্থগিত

খুলনা: খুলনা অঞ্চলে করোনার প্রাদুর্ভাব ব্যাপক হারে বাড়ায় আগামী ২২ জুন থেকে খুলনা জেলায় সর্বাত্মক ‘লকডাউন’ ঘোষণা করা হয়েছে।

এ পরিপ্রেক্ষিতে রোববার (২০ জুন) দুপুরে খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেনের সভাপতিত্বে উপ-উপাচার্য ও ডিনদের সঙ্গে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়।

সভায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) বিভিন্ন ডিসিপ্লিনে (বিভাগ) অনুষ্ঠেয় সব পরীক্ষা স্থগিত রাখাসহ বেশ কয়েকটি সিদ্ধান্ত গৃহীত হয়। বিকেলে রেজিস্ট্রার দপ্তরের জারিকৃত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

এদিকে গত ২৪ ঘন্টায় সারাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়া ৮২ জনের মধ্যে ৩২ জনই খুলনার বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।এছাড়া ঢাকায় ২১, চট্টগ্রামে ৯, রাজশাহীতে ১২, সিলেটে ২, রংপুরে ১, বরিশালে ১ জন এবং ময়মনসিংহে ৪ জন মারা গেছেন। 

সোনালীনিউজ/আইএ

Haque Milk Chocolate Digestive Biscuit
Dutch Bangla Bank Agent Banking
Wordbridge School