abc constructions

কক্সবাজারের পর্যটন স্পট খুলে দেওয়ার দাবি


কক্সবাজার প্রতিনিধি জুন ২০, ২০২১, ০৯:১৪ পিএম
কক্সবাজারের পর্যটন স্পট খুলে দেওয়ার দাবি

কক্সবাজার : স্বাস্থ্যবিধি মেনে কক্সবাজারের পর্যটন কেন্দ্র খুলে দেওয়ার দাবি জানিয়েছে পর্যটন সংশ্লিষ্ট সংগঠনের নেতাকর্মীরা।

রোববার (২০ জুন) কক্সবাজার প্রেস ক্লাসে এক সংবাদ সম্মেলনে তারা এ দাবী জানান।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন,করোনা সংক্রানম বর্তমানে অনেকটা নিয়ন্ত্রণে। এছাড়া দেশে গণপরিবহন,ব্যবসা বানিজ্য,মিল কারখানা,বাজার,খেলাধুলার সব কিছু চালু আছে শুধু পর্যটন স্পট বন্ধ।

এতে কক্সবাজারের পর্যটনের সাথে সংশ্লিষ্ট কয়েক হাজার স্থানীয়রা দিনে তিন বেলা ভাত খেতে পারছে না। দীর্ঘদিন পর্যটন স্পট বন্ধ থাকায় এই খাতে বিনিয়োগ হওয়ায় শত কোটি টাকার ভবিষ্যত অন্ধকার। তাই প্রয়োজনে কিছু নির্দিষ্ট স্পট ঠিক করে হোটেল মোটেলে শর্ত আরোপ করে পর্যটন স্পট খুলে দেওয়া জরুরি।

এছাড়া সম্প্রতি সরকার হোটেল মোটেল খুলে দেওয়ার প্রজ্ঞাপন জারি করলেও কক্সবাজারে স্থানীয় প্রশাসন তা মানতে নারাজ। তাই দ্রুত পর্যটন স্পট খুলে দিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন সংশ্লিষ্টরা।

এতে কক্সবাজারে হোটেল মালিক সমিতি,ট্যূর অপারেটর,প্রফেসনাল সাংস্কৃতিক কর্মী কলাকৌশলী,বীচ বাইক,কিটকট ব্যবসায়ী,ক্ষুদ্র হকার ঝিনুক ব্যবসায়ী,ভাড়ায় চালিত ফ্ল্যাট ভাড়াটিয়া,ট্যুরিস্ট জীপ এর মালিক,বার্মিজ মার্কেট দোকানদার,ট্যূরিস্ট গাইড,ঘোড়ার মালিক,শুটকী দোকান,ফটোগ্রাফারসহ বিভিন্ন সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশনের উপদেষ্টা মুফিজুর রহমান।

সোনালীনিউজ/এমটিআই

 

Haque Milk Chocolate Digestive Biscuit
Dutch Bangla Bank Agent Banking
Wordbridge School