abc constructions

মালাবদলের সময় হঠাৎ বরকে ইচ্ছেমতো জুতোপেটা


আন্তর্জাতিক ডেস্ক জুলাই ৬, ২০২১, ০৩:০৯ পিএম
মালাবদলের সময় হঠাৎ বরকে ইচ্ছেমতো জুতোপেটা

ফাইল ছবি

ঢাকা : তখনও চলছিল বিয়ের আনুষ্ঠানিকতা। মালাবদল করছিলেন বর। হঠাৎই আসরে ঢুকে বরকে ইচ্ছেমতো জুতোপেটা করলেন এক নারী। আর সেই জুতোপেটার ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ঘটনা প্রতিবেশি দেশ ভারতের। দেশটির রাজ্য উত্তর প্রদেশে হমিরপুর জেলার এক বিয়ের আসরে এই ঘটনা ঘটে।

স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে, বিয়ে শেষে বর-কনে যখন মালাবদল করছিলেন, তখন হঠাৎ এক নারী মঞ্চে উঠেন। তিনি ফটোগ্রাফারকে ঠেলে সরিয়ে দিয়ে পা থেকে স্যান্ডেল খুলে ইচ্ছেমতো বরকে জুতা দিয়ে মারতে থাকেন।

সে সময় উপস্থিত অতিথিরা ওই ঘটনা ভিডিও করে রাখে। পরে জানা যায়, ওই নারী বরের মা। ছেলে নিচু গোত্রে বিয়ে করায় ক্ষিপ্ত হয়ে তিনি বিয়ের আসরেই নিজেকে সামলাতে না পেরে এই কাণ্ড ঘটান।

প্রকাশিত প্রতিবেদনে এও বলা হয়েছে, আগে থেকেই ছেলেটির মা এই বিয়েতে রাজি ছিল না। কিন্তু ছেলেটি আগেই রেজিস্ট্রি করে বিয়ে করে ফেলেছিল। পরে পারিবারিকভাবে তাদের বিয়ের আয়োজন করা হয়। কিন্তু বিয়ের আসরেই পুরোনো ক্ষোভ মাথা চাড়া দিয়ে ওঠে বরের মায়ের। তার তাতেই এই কাণ্ড ঘটান তিনি। সূত্র : হিন্দুস্তান টাইমস

সোনালীনিউজ/এমএএইচ

Haque Milk Chocolate Digestive Biscuit
Dutch Bangla Bank Agent Banking
Wordbridge School