abc constructions

জামালপুরের ‘জামাই বাবু’


নিজস্ব প্রতিবেদক জুলাই ১৭, ২০২১, ০৭:১৪ পিএম
জামালপুরের ‘জামাই বাবু’

ঢাকা: রাজধানীর গাবতলীর হাট মাতাচ্ছে জামালপুরের জামাইবাবু। হাটের প্রথম সাড়ি ধরে ভেতরে গেলেই চোখে পড়বে জামালপুরের ‘জামাই বাবু’কে।

জামালপুরের মো. দুদু মিয়া এবারের হাটে ৭৪টি গরু নিয়ে হাজির হয়েছেন। এর মধ্যে সব থেকে বড় গরুটিকে আদর করে নাম দিয়েছেন ‘জামাই বাবু’। ৭৪টি গরুর মধ্যে চারটি গরু বিক্রি হয়েছে। এখনও ৭০টি গরু আছে। 

প্রত্যাশা করছেন ঈদের আগের রাতেই সবগুলো গরু বিক্রি হয়ে যাবে।

গাবতলীর হাটে এবার বিশাল আকৃতির মহিষও রয়েছে উল্লেখযোগ্য। আকারভেদে বিভিন্ন দামে বিক্রি হচ্ছে মহিষগুলো। এ ছাড়া, হাটে রয়েছে ছাগল, ভেড়া ও উট।

অন্যবার অনেক সংখ্যক উট থাকলেও এবার গাবতলী হাটে উঠ মাত্র একটি।

ঈদের বাকি তিনদিন। এরই মধ্যে হাট প্রায় ভরে গেছে। দুপুরের আগে ক্রেতা সংখ্যা কম থাকলেও বিকেল নাগাদ ক্রেতা সংখ্যা বাড়তে থাকে।

বিক্রেতারা বলছেন, হাটে লোকজন অনেক থাকলেও এখনও তেমন বেচা বিক্রি শুরু হয়নি। তবে সোমবার ও মঙ্গলবার বেচা বিক্রি ধুম পড়বে বলে তারা আশা করছেন।

সোনালীনিউজ/আইএ

Haque Milk Chocolate Digestive Biscuit
Dutch Bangla Bank Agent Banking
Wordbridge School