abc constructions

কোরবানি দিতে গিয়ে আহত শতাধিক


ঢাকা প্রতিনিধি জুলাই ২১, ২০২১, ০৫:৪২ পিএম
কোরবানি দিতে গিয়ে আহত শতাধিক

ছবি : প্রতীকী

ঢাকা: কোরবানি দিতে গিয়ে আহত হয়েছে রাজধানীসহ আশপাশের জেলার শতাধিক লোক। অনেকেই চিকিৎসা নিতে এসেছে ঢাকা মেডিক্যাল কলেজে (ঢামেক)।

প্রতিবছরই কোরবানি দেওয়ার সময় অসচেতনতার কারণে অনেকে আহত হন। এবারও এর ব্যতিক্রম নয়। কোরবানির দেওয়ার সময় চাকু দিয়ে কারো হাত, কারো পা এমনকি কারো শরীরের বিভিন্ন অংশ কেটে যায়। অথবা কোরবানি দিতে গিয়ে গরুর শিংয়ের আঘাত পেয়ে অনেকে আহত হয়েছেন।

বুধবার (২১ জুলাই) সকাল ৮ সাড়ে থেকে বেলা ১১টা পর্যন্ত রাজধানীসহ আশেপাশের এলাকা থেকে কোরবানির দিতে গিয়ে অসাবধানতাবশত প্রায় শতাধিক মানুষ আহত হয়ে ঢামেকে চিকিৎসা নিচ্ছে।

ঢামেক হাসপাতালের জরুরি বিভাগ সূত্রে জানা গেছে, সকাল ৮ সাড়ে থেকে বেলা ১১টা পর্যন্ত প্রায় শতাধিক লোক কোরবানি দেওয়ার সময় আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তবে দিনভর এ সংখ্যা আরও বাড়তে পারে। তবে বিকেলের পরে আহতের সংখ্যা কিছুটা কমে যেতে পারে। এ পর্যন্ত আহতদের মধ্যে কারো অবস্থা গুরুতর নয়।

ঢাকা মেডিক্যাল পুলিশ পুলিশ ক্যাম্পের (এএসআই) আব্দুল খান বলেন, সকাল সাড়ে ৮টা থেকে ১১টা পর্যন্ত রাজধানীসহ আশেপাশে এলাকা থেকে আনুমানিক শতাধিক লোক কোরবানি দেওয়ার সময় আহত হয়ে ঢামেকে চিকিৎসা নিচ্ছে। কারো হাত, কারো পা এমনকি কারো শরীরের বিভিন্ন অংশ কেটে যায়। অথবা কোরবানি দিতে গিয়ে গরুর শিংয়ের আঘাত পেয়ে অনেকে আহত হয়ে ঢামেক হাসপাতালে ভিড় করছেন। তবে এখন পর্যন্ত আহত হয়ে যারা আসছেন কেউই গুরুতর নয়।

সোনালীনিউজ/এসএন 

Haque Milk Chocolate Digestive Biscuit
Dutch Bangla Bank Agent Banking
Wordbridge School