abc constructions

ঈদ শেষে সূচকের উত্থানে লেনদেন চলছে


নিজস্ব প্রতিনিধি জুলাই ২৫, ২০২১, ১১:২৪ এএম
ঈদ শেষে সূচকের উত্থানে লেনদেন চলছে

ফাইল ছবি

ঢাকা: পবিত্র ঈদুল আযহা শেষে দেশের প্রধান শেয়ারবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবসে সূচকের উত্থানে লেনদেন চলছে। এদিন লেনদেন শুরুর এক ঘন্টা পর প্রধান সূচকসহ সবগুলো সূচক বেড়েছে। তবে এসময় পর্যন্ত কমেছে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর।

রোববার (২৫ জুলাই) ডিএসইর ওয়েব সাইট সূত্রে এই তথ্য জানা গেছে।

আজ বেলা ১১ টা পর্যন্ত ডিএসইর প্রধান সূচক গত কার্যদিবসের চেয়ে ১১ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৪১৬ পয়েন্ট দাঁড়িয়েছে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস শরিয়াহ সূচক ১ পয়েন্টে বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৩৮৯ পয়েন্ট এবং ডিএস৩০ সূচক ৬ পয়েন্ট বেড়ে ২ হাজার ৩২৯ পয়েন্টে অবস্থান করছে।

এসময় লেনদেন হওয়া ৩৭৩টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ১৩৮টি, কমেছে ১৯১টি আর অপরিবর্তিত রয়েছে ৪৪টির।

আলোচ্য সময়ে ডিএসইতে টাকার অংকে লেনদেন হয়েছে ৪৯৬ কোটি ৯২ লাখ ৯৩ হাজার টাকা। 

সোনালীনিউজ/এমএইচ

Haque Milk Chocolate Digestive Biscuit
Dutch Bangla Bank Agent Banking
Wordbridge School