abc constructions

দিনমজুর পুষ্প বাড়ৈর পাশে মির্থে


নিজস্ব প্রতিবেদক জুলাই ২৬, ২০২১, ০৫:৫৮ পিএম
দিনমজুর পুষ্প বাড়ৈর পাশে মির্থে

ছবি : দিনমজুর পুষ্প বাড়ৈর পাশে মির্থে

বরিশাল: সামাজিক সংগঠন মির্থে দাঁড়িয়েছে দিনমজুর পুষ্প বাড়ৈর পাশে। তিনি অন্যের ক্ষেতে খেটে বেড়ানো দিনমজুর, স্বামী হারিয়েছেন বিশ বছর আগে। তিনটি মেয়েকে কোনোরকমে পাত্রস্থ করেছেন ঠিকই কিন্তু তাদের শ্বশুর বাড়িতেও লেগে আছে ঘোর দারিদ্রতা। 

মহামারি করোনার জন্য অসহায় মানুষটি ঠিক মতো কাজও পাচ্ছেন না। এদিকে ঘরে খাদ্য নেই, নেই সাহায্য চাওয়ার উপায়ও। বরিশালের আগৈলঝাড়া উপজেলার মির্থেয়ান সুজনের মাধ্যমে পুষ্প বাড়ৈর কাছে উপহার সামগ্রী পৌঁছে দেয় সামাজিক সংগঠন মির্থে। উপহার সামগ্রীতে সঙ্গে ছিলো ১০ কেজি চাল, ৫ কেজি আলু, এক কেজি করে ডাল, ভোজ্য তেল, এবং লবণ। এছাড়াও উপহার সামগ্রীতে ছিলো দুই কেজি পেঁয়াজ ও মুড়ি।

মির্থের ব্যবস্থাপনা পরিচালক শারমিন সেজ্যোতি সোনালী নিউজকে বলেন, ‘মির্থে দীর্ঘদিন ধরে পথশিশুদের নিয়ে কাজ করছে। পাশাপাশি সমাজের দারিদ্রপীড়িত এবং অসহায় মানুষদের পাশে যতটা সম্ভব দাঁড়ানোর চেষ্টা করে। নিজেদের ছোট ছোট অর্থায়নে এই কাজগুলো আমরা করে থাকি। সামাজিক দায়বদ্ধতা থেকেই মির্থে কাজ করে যাচ্ছে।’

সোনালীনিউজ/এসএন

Haque Milk Chocolate Digestive Biscuit
Dutch Bangla Bank Agent Banking
Wordbridge School