abc constructions

‘কালা মানিক’ মারা গেছে  


চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি জুলাই ২৭, ২০২১, ০৮:৩৫ পিএম
‘কালা মানিক’ মারা গেছে  

কুমিল্লা : চৌদ্দগ্রামে মারা গেছে এক টন ওজনের ‘কালা মানিক’ নামের ব্রাহমা জাতের একটি গরু। মঙ্গলবার (২৭ জুলাই) উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বসন্তপুর গ্রামে সরেজমিনে পরিদর্শনকালে এ চিত্র দেখা গেছে।

আরও পড়ুন : কুরবানি গরুর লাথিতে প্রাণ গেল রাজমিস্ত্রির

কালা মানিককে দেখতে এলাকার মানুষ ভিড় জমায়। দুপুর বেলায় গর্ত খুঁড়ে কালা মানিককে পুঁতে ফেলা হয়েছে।

আরও পড়ুন : করোনার নমুনা দেওয়ার আগেই লাইনে দাঁড়ানো রোগীর মৃত্যু

কৃষক দ্বীন মোহাম্মদ বলেন, গত আট বছর ধরে নিজ বাড়িতেই একটি শেড দিয়ে ভাই ভাই ফার্ম পরিচালনা করছি। অনেক আদর যত্ন করেই ব্রাহমা জাতের গরুটি বড় করে তুলি। এটির ওজন এক টন। আদর করেই নাম দিয়েছি ‘কালা মানিক’।

আরও পড়ুন : যমজ বোন গেলো যমজ দুই ভাইয়ের ঘরে, বিয়ে বাড়িতে ভিড়

ঈদুল আজহা উপলক্ষে ঢাকার এক ব্যবসায়ী গরুটি আট লাখ টাকায় ক্রয় করেছিলেন। কিন্তু ঈদের কয়েকদিন আগে গরুটির শরীরে রোগ ধরা পড়ায় ব্যবসায়ীকে জানানো হয়। পরে ব্যবসায়ী আর গরুটি নেয়নি। নিয়মিত ডাক্তারের পরামর্শ নিয়ে ওষুধ খাওয়ালেও রোগ ভালো হয়নি। 

আরও পড়ুন : ৫০ হাজার শিক্ষক নিয়োগে আবারও আসছে বড় বিজ্ঞপ্তি

গত সোমবার রাতে খাওয়ানোর সময়ও গরুটি ভালো ছিল। সকালে ঘুম থেকে উঠে দেখি-গরুটি আর জীবিত নেই।

সোনালীনিউজ/এমটিআই

Haque Milk Chocolate Digestive Biscuit
Dutch Bangla Bank Agent Banking
Wordbridge School