abc constructions

পাঞ্জাবে আজ থেকে খুলে দেয়া হচ্ছে স্কুল


আন্তর্জাতিক ডেস্ক আগস্ট ২, ২০২১, ১০:০১ এএম
পাঞ্জাবে আজ থেকে খুলে দেয়া হচ্ছে স্কুল

ঢাকা : ভারতের পাঞ্জাব রাজ্য সরকার সোমবার (২ আগস্ট) থেকে স্কুল খোলার নির্দেশনা দিয়েছে।

শনিবার (৩১ জুলাই) সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, সোমবার (২ জুলাই) থেকে রাজ্যের সব স্কুল খুলে দেওয়া হচ্ছে। করোনা মহামারিতে প্রটোকল মেনে দ্বাদশ শ্রেণি পর্যন্ত ক্লাস শুরু হবে। খবর এনডিটিভির।

করোনা ব্যাপকহারে বেড়ে যাওয়ায় গত বছরের মার্চ মাসে সব রাজ্যের স্কুল বন্ধ রাখার নির্দেশনা দেয় দেশটির কেন্দ্রীয় সরকার। প্রথম ধাপে করোনার প্রকোপ কম থাকলেও দ্বিতীয় ধাপে বিপর্যয় নেমে আসে ভারতে। বহু মানুষের প্রাণ যায় করোনায়।

এবার দেশটিতে তৃতীয় ঢেউয়ের শঙ্কা তৈরি হয়েছে। এমন সময় স্কুল খোলার সিদ্ধান্ত নিল পাঞ্জাব রাজ্য সরকার। যদিও ভার্চুয়াল ক্লাসও চালু থাকছে। শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট শিক্ষক, স্টাফসহ সবাইকে ভ্যাকসিন নিয়ে আসতে হবে।

আজ রোববার পর্যন্ত পাঞ্জাবে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৫৩৪ জন। সেখানে সুস্থ হয়েছে পাঁচ লাখ ৮২ হাজার ২৭৭ জন। করোনায় মারা গেছে ১৬ হাজার ২৯৩ জন।

টানা চার মাস বন্ধ থাকার পর স্কুল খোলায় খুশি শিক্ষার্থীরা। এক শিক্ষার্থী বলেন, ‘স্কুল খুলবে শুনে খুশি হয়েছি, আমরা অনলাইনে ক্লাস করছি, তবে সরাসরি ক্লাসেই আমরা বেশি বুঝতে পারি।’

সোনালীনিউজ/এমটিআই

Haque Milk Chocolate Digestive Biscuit
Dutch Bangla Bank Agent Banking
Wordbridge School