abc constructions

ডেঙ্গু প্রতিরোধে শিক্ষা মন্ত্রণালয়ের জরুরী নির্দেশনা


নিজস্ব প্রতিবেদক আগস্ট ৩, ২০২১, ০৬:১৮ পিএম
ডেঙ্গু প্রতিরোধে শিক্ষা মন্ত্রণালয়ের জরুরী নির্দেশনা

ঢাকা: ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের প্রতি মন্ত্রণালয়ের জরুরী নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। সম্প্রতি মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপ সচিব নজরুল ইসলাম স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়। 

চিঠিতে বলা হয়, সম্প্রতি ডেঙ্গু রোগের প্রকোপ বৃদ্ধি পাওয়ায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের আওতাধীন দপ্তর/সংস্থা/শিক্ষা প্রতিষ্ঠানসমুহের ভবন এবং আশে পাশের খোলা জায়গা নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে।
 
সংশ্লিষ্ট ভবনসমূহ, খোলা জায়গা, মাঠ, ফুলের টব, পানির পাম্প বা পানি জমে এরকম পাত্র, ফ্রিজ বা এসির পানি জমার ট্রে, পানির ট্যাপের আশে পাশের জায়গা, বাথরুম/কমোড, গ্যারেজ, নির্মাণাধীন ভবন, লিফট/সিড়ি, পরিত্যক্ত বস্তু ইত্যাদি এডিস মশার সম্ভব্য প্রজননস্থলে যাতে দুই দিনের বেশি পানি জমতে না পারে তা নিশ্চিত করতে হবে।

সম্মানিত শিক্ষকগণ অনলাইন/ভার্চুয়াল ক্লাসে শিক্ষার্থীগণ এবং তাদের পরিবারের সদস্যদেরকে কোভিড-১৯সহ ডেঙ্গু বিস্তার রোধকল্পে স্বাস্থ্য বিধি অনুসরণের অনুরোধ জানাবেন। এ বিভাগের আওতাধীন সংশ্লিষ্টরা ডেঙ্গু বিস্তার রোধে স্থানীয় প্রশাসন/স্বাস্থ্য অধিদপ্তরের সংশ্লিষ্ট দপ্তর/ স্থানীয় সরকার প্রতিষ্ঠানকে প্রয়োজনীয় সহযোগীতা করবেন।

সোনালীনিউজ/এআর

Haque Milk Chocolate Digestive Biscuit
Dutch Bangla Bank Agent Banking
Wordbridge School