abc constructions

কোস্টগার্ডের অভিযান অস্ত্র ও গুলিসহ আটক জলদস্যু 


নোয়াখালী প্রতিনিধি আগস্ট ৫, ২০২১, ১২:৫৬ পিএম
কোস্টগার্ডের অভিযান অস্ত্র ও গুলিসহ আটক জলদস্যু 

ছবি : অস্ত্র ও গুলিসহ আটক জলদস্যু 

নোয়াখালী: নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়া মো. ইয়াছিন (৩৮) নামের এক জলদস্যুকে অস্ত্রসহ আটক করেছে কোস্টগার্ড। 

বুধবার (৪ আগস্ট) রাত ১০টায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার নিঝুম দ্বীপ এলাকার সিরাজের বাড়িতে অভিযান চালিয়ে একটি একনলা দেশি শর্টগান, তিন রাউন্ড গুলি, তিনটি অবৈধ পাইরোটেকনিক, এবং দু’টি রামদাসহ জলদস্যু ইয়াছিনকে গ্রেফতার করে হাতিয়া কোস্টগার্ড।

গ্রেফতারকৃত মো. ইলিয়াছ হাতিয়া উপজেলার নিঝুম দ্বীপ ইউনিয়নের মদিনা গ্রামের মৃত মো. সিরাজের ছেলে।

বৃহস্পতিবার (৫ আগস্ট) সকাল ১০টায় হাতিয়া কোস্টগার্ডের স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট এ এস এম লুৎফর রহমান এসব তথ্য নিশ্চিত করে জানান, বুধবার সন্ধ্যা ৬টায় গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ কোস্টগার্ড স্টেশন হাতিয়ার একটি দল স্টেশন কমান্ডার লে. এ এস এম লুৎফর রহমানের নেতৃত্বে ও হাতিয়ার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সজীব কান্তি রুদ্রের উপস্থিতিতে উপজেলার নিঝুম দ্বীপ এলাকার সিরাজের বাড়িতে রাত ১০টায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে একটি একনলা দেশি শর্টগান, তিন রাউন্ড গুলি, তিনটি অবৈধ পাইরোটেকনিক, দুই টি রামদাসহ জলদস্যু ইলিয়াছকে গ্রেফতার করে।

তিনি আরও বলেন, এ ঘটনায় কোস্টগার্ড বাদী হয়ে অস্ত্র ও বিস্ফোরক আইনে হাতিয়া থানায় মামলা করেছে। এবং গ্রেফতারকৃত আসামীদের অস্ত্র ও গুলি সহ হাতিয়া থানায় হস্তান্তর করেছে।

সোনালীনিউজ/এসএন 

Haque Milk Chocolate Digestive Biscuit
Dutch Bangla Bank Agent Banking
Wordbridge School