abc constructions

রোববার ব্যাংক বন্ধ, সোম-মঙ্গলবার লেনদেনে সময় বৃদ্ধি


নিজস্ব প্রতিবেদক আগস্ট ৫, ২০২১, ০২:১৩ পিএম
রোববার ব্যাংক বন্ধ, সোম-মঙ্গলবার লেনদেনে সময় বৃদ্ধি

ফাইল ফটো

ঢাকা: মহামারি করোনাভাইরাসের সংক্রমণ রোধে সরকার ঘোষিত চলমান কঠোর লকডাউন ১০ আগস্ট পর্যন্ত বাড়ানো হয়েছে। এমন পরিস্থিতিতে আগামী রোববার (৮ আগস্ট) ব্যাংক বন্ধ থাকবে। তবে পরের দিন সোমবার ও মঙ্গলবার লেনদেন চলবে সকাল ১০টা থেকে বেলা ৩টা পর্যন্ত।

বৃহস্পতিবার (৫ আগস্ট) বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে। 

সূত্রমতে, রোববার ব্যাংক বন্ধ থাকলেও সোম ও মঙ্গলবার লেনদেন আধা ঘন্টা বাড়িয়ে সকাল ১০টা থেকে বেলা ৩টা পর্যন্ত চলবে।

করোনা সংক্রমণ প্রতিরোধে গত ২৩ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত কঠোর লকডাউন জারি করা হয়। লকডাউনের আওতায় সপ্তাহের রোববার ও বুধবার ব্যাংক বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। বাকি কার্যদিবসে ব্যাংক সকাল ১০টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত দেওয়া হয়। এর মধ্যে গত মঙ্গলবার চলমান বিধিনিষেধ আরও ৫ দিন বাড়িয়ে ১০ আগস্ট পর্যন্ত করেছে সরকার। 

এ অবস্থায় আজ নতুন প্রজ্ঞাপন জারি করে আগামী রোববার (৮ আগস্ট) ব্যাংক বন্ধ থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

ওই প্রজ্ঞাপনে বলা হয়, মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি মেনে কঠোরভাবে সীমিত সংখ্যক লোকবল দিয়ে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করা যাবে।

সোনালীনিউজ/এমএইচ

Haque Milk Chocolate Digestive Biscuit
Dutch Bangla Bank Agent Banking
Wordbridge School