abc constructions

যৌন উত্তেজক ট্যাবলেট খেয়ে ২ জনের মৃত্যু, পতিতাপল্লীতে র‌্যাবের অভিযান 


রাজবাড়ী প্রতিনিধি: সেপ্টেম্বর ১০, ২০২১, ১২:১১ পিএম
যৌন উত্তেজক ট্যাবলেট খেয়ে ২ জনের মৃত্যু, পতিতাপল্লীতে র‌্যাবের অভিযান 

সংগৃহীত ছবি

রাজবাড়ী: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দেশের বৃহত্তম যৌনপল্লীতে ৩ ও ৪ সেপ্টেম্বর পরপর দুই রাতে যৌন উত্তেজক ট্যাবলেট খেয়ে দুইজন মৃত্যুবরণ করেন।এ ঘটনার পর সেখানে অভিযানের সিদ্ধান্ত নেয় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র‌্যাব)।

এরপর বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) অভিযান চালিয়েছে র‌্যাব-৮ এর সদস্যরা।

আরও পড়ুন: ফের বিয়ের পিঁড়িতে মাহিয়া মাহি!

অভিযানে দৌলতদিয়া যৌনপল্লীতে আলম মণ্ডলের লন্ড্রির দোকান থেকে তিন কার্টন যৌন উত্তেজক ওষুধসহ আলম মণ্ডলকে আটক করা হয়।

আলম মণ্ডল রাজবাড়ী সদর উপজেলার মাধবলক্ষীকোল এলাকার বাসিন্দা। পরে আলম মণ্ডলকে রাজবাড়ী জেলা প্রশাসক কার্যালয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট বিপুল সিকদার মোবাইল কোর্ট পরিচালনা করে ৩০ হাজার টাকা জরিমানা আদায় করেন।

আরও পড়ুন: সুন্দরবনে দেখা মিললো মাঝি-মাল্লাবিহীন ইলিশবোঝাই ট্রলার

ফরিদপুর র‌্যাব-৮ ক্যাম্পের অতিরিক্ত পুলিশ সুপার মো. খোরশেদ আলম বলেন, দেশব্যাপী র‌্যাবের বিশেষ মোবাইল কোর্ট সপ্তাহ-২০২১ পালিত হচ্ছে। তারই ধারাবাহিকতায় রাজবাড়ীর দৌলতদিয়া যৌনপল্লীতে র‌্যাব অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ যৌন উত্তেজক ওষুধসহ ১ ব্যক্তিকে আটক করে। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের মোবাইল কোর্টে ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

আরও পড়ুন: শ্বশুরবাড়ি বেড়াতে গিয়ে একদিনেই কোটিপতি

এর আগে র‌্যাবের একটি দল রাজবাড়ী পৌরসভা এলাকায় নূর ডায়াগনস্টিক সেন্টারকে ৩০ হাজার, সাদিক ডায়াগনস্টিক সেন্টারকে ২০ হাজার ও রাফি ফার্মেসিকে ১০ হাজার টাকা জরিমানা করেন। এ সময় ঔষধ প্রশাসন অধিদপ্তরের সহকারী পরিচালক মো. বাদল শিকদার, জেলা স্যানিটারি ইন্সপেক্টর সূর্য কুমার প্রামাণিকসহ র‌্যাব সদস্যরা উপস্থিত ছিলেন।

সোনালীনিউজ/আইএ

Haque Milk Chocolate Digestive Biscuit
Dutch Bangla Bank Agent Banking
Wordbridge School