abc constructions

জাতীয় সংসদের মুলতবি বৈঠক বসছে আজ


নিজস্ব প্রতিনিধি সেপ্টেম্বর ১৪, ২০২১, ০৯:৫৩ এএম
জাতীয় সংসদের মুলতবি বৈঠক বসছে আজ

ফাইল ছবি

ঢাকা : একাদশ জাতীয় সংসদের চতুর্দশ অধিবেশনের মুলতবি বৈঠক নয় দিন বিরতির পর আবারও বসছে। মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) বেলা ১১টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বৈঠক শুরু হবে।

সংসদ সচিবালয়ের তথ্য মতে, চলতি সংসদের কোনো সদস্যের মৃত্যুতে অধিবেশন মুলতবি করার রেওয়াজ রয়েছে। সোমবার (১৩ সেপ্টেম্বর) জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জাতীয় পার্টি মনোনীত সদস্য অধ্যাপিকা মাসুদা এম রশিদ চৌধুরীর মৃত্যু হয়েছে। তাই আজ শোক প্রস্তাব গ্রহণের পরপরই অধিবেশন আজকের মতো মুলতবি করা হবে।

গত ১ সেপ্টেম্বর এ অধিবেশন শুরু হয়ে ৪ সেপ্টেম্বর পর্যন্ত চলার পর মুলতবি করা হয়।

এর আগে সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ গত ১৬ আগস্ট এ অধিবেশন আহ্বান করেন।

সংবিধান অনুযায়ী, এক অধিবেশন শেষ হওয়ার পরবর্তী ৬০ দিনের মধ্যে সংসদের পরবর্তী অধিবেশন বসতে হবে। সে অনুযায়ী এ অধিবেশন আহ্বান করা হয়।

প্রাথমিক সিদ্ধান্ত অনুযায়ী, ১ থেকে ৪ সেপ্টেম্বর পর্যন্ত এ অধিবেশন চলার কথা ছিল। তবে কয়েকটি গুরুত্বপূর্ণ বিল পাসের প্রয়োজনে অধিবেশনের কার্যকাল বাড়ানো হয়। নতুন সূচি অনুযায়ী মঙ্গলবার শুরু হয়ে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত চলবে সংসদের অধিবেশন।

সোনালীনিউজ/এমএএইচ

Haque Milk Chocolate Digestive Biscuit
Dutch Bangla Bank Agent Banking
Wordbridge School