• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কানাডায় সড়কে প্রাণ গেল ৩ বাংলাদেশি শিক্ষার্থীর


আন্তর্জাতিক ডেস্ক ফেব্রুয়ারি ২০, ২০২১, ০৩:১৩ পিএম
কানাডায় সড়কে প্রাণ গেল ৩ বাংলাদেশি শিক্ষার্থীর

(বাঁ থেকে) রিসুল বাঁধন, আরানুর আজাদ চৌধুরী ও আদিত্য নোমান

ঢাকা : রিসুল বাঁধন, আরানুর আজাদ চৌধুরী ও আদিত্য নোমান নামে তিন বাংলাদেশি শিক্ষার্থী কানাডার ম্যানিটোবায় এক সড়ক দুর্ঘটনায় মারা গেছেন।

কানাডার স্থানীয় সময় বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) ভোর ৬টা ২০ মিনিটের দিকে উইনিপেগ শহর থেকে ১১৫ কিলোমিটার দূরে আরবর্গ শহরের উত্তরে দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। 

নিহতরা সবাই ম্যানিটোবা বিশ্ববিদ্যালয়ের শেষ বর্ষের ছাত্র ছিলেন। আদিত্য নোমান, আরানুর আজাদ চৌধুরী এবং রিসুল বাঁধন ওই শিক্ষার্থীদের বয়স আনুমানিক ২৩ থেকে ২৫ বছরের মধ্যে।

নিহত ছাত্ররা ম্যানিটোবা শহরে নর্দার্ন লাইফের অরোরার আলোকচ্ছটা দেখতে গিয়েছিলেন। ফেরার পথে এই দুর্ঘটনার শিকার হন বলে জানান কানাডার বাংলাদেশি কমিউনিটির আবদুল বাতেন। তারা জনসেবামূলক কর্মকাণ্ডের জন্য ব্যাপক পরিচিত ছিলেন। এ ঘটনায় কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।

সোনালীনিউজ/এমএএইচ

Wordbridge School
Link copied!