• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বাহরাইন প্রবাসীদের জন্য সুখবর


নিজস্ব প্রতিবেদক অক্টোবর ৮, ২০২১, ০৩:৫৩ পিএম
বাহরাইন প্রবাসীদের জন্য সুখবর

ঢাকা: বাহরাইন ভ্রমণের লাল তালিকা থেকে বাংলাদেশের নাম বাদ দেওয়া হয়েছে। আগামী রোববার থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে। এদিন থেকে বাংলাদেশিদের বাহরাইন ভ্রমণে আর কোনো বাধা থাকছে না।

বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. নজরুল ইসলাম শুক্রবার (৮ অক্টোবর) এক টুইটে দেশটির সরকারের এ সিদ্ধান্তের কথা জানান। লাল তালিকা থেকে বাংলাদেশের নাম বাদ দেওয়ায় দেশটির সরকারকে ধন্যবাদ জানান নজরুল ইসলাম।

বাহরাইনের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বৃহস্পতিবার এক সিদ্ধান্তে বাংলাদেশ, মিয়ানমার, ইন্দোনেশিয়া, দক্ষিণ আফ্রিকাসহ ১১ দেশকে ভ্রমণের লাল তালিকা থেকে বাদ দেয়। আর দেশটি নতুন করে তাদের লাল তালিকায় রোমানিয়ার নাম যুক্ত করে।

করোনাভাইরাসের সংক্রমণ পরিস্থিতির উন্নতির কারণে বাহরাইন সরকার বাংলাদেশসহ ১১ দেশের নাম লাল তালিকা থেকে বাদ দিয়েছে।

বাহরাইন সরকারের এ সিদ্ধান্তের ফলে বাংলাদেশসহ ১১ দেশের নাগরিকদের ১০ অক্টোবর থেকে সে ভ্রমণে আর কোনো নিষেধাজ্ঞা থাকবে না। লাল তালিকায় অন্তর্ভুক্ত থাকায় দেশে অবস্থানরত প্রবাসীকর্মীরা বাহরাইনে যেতে পারছিলেন না।

সোনালীনিউজ/আইএ

Wordbridge School
Link copied!