• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

৬ মাসের বেশি কুয়েতের বাইরে থাকলে ভিসা বাতিল


নিজস্ব প্রতিবেদক অক্টোবর ২৫, ২০২২, ০৩:৫৭ পিএম
৬ মাসের বেশি কুয়েতের বাইরে থাকলে ভিসা বাতিল

ঢাকা: কুয়েতের ভিসাধারী প্রবাসীরা ছয় মাস বা এর বেশি সময় দেশটির বাইরে অবস্থান করলে স্বয়ংক্রিয়ভাবে ভিসা বাতিল হয়ে যাবে। কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আবাসিক বিষয়ক বিভাগ এ বিষয়ে নির্দেশনা জারি করেছে। দেশটির স্থানীয় ইংরেজি দৈনিক আরব টাইমসের এক প্রতিবেদনে এ খবর জানানো হয়।

খবরে বলা হয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আবাসিক বিষয়ক বিভাগ অনুচ্ছেদ ১৭ (সরকারি সেক্টর ভিসা), ১৯ (অংশীদার ভিসা), ২২ (ফ্যামিলি ভিসা), ২৩ (স্টুডেন্ট ভিসা) এবং ২৪ (সেলফ স্পন্সরশিপ ভিসা) ধারী প্রবাসীদের বাসস্থান বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে। ছয় মাসেরও বেশি সময় ধরে কুয়েতের বাইরে আছেন। কুয়েতের বাইরে থাকার সময় গণনা করা হবে ১ আগস্ট ২০২২ থেকে। আর প্রবেশের শেষ সময় ধরা হবে ৩১ জানুয়ারি ২০২৩। যেসব প্রবাসী ছয় মাস বা তার বেশি সময় কুয়েতের বাইরে থাকবেন তাদের বাসস্থান অনুচ্ছেদ ১২ এর প্যারাগ্রাফ ৩ এর বিধান অনুসারে স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে।

আগে এমন সিদ্ধান্ত অনুচ্ছেদ ১৮ (প্রাইভেট ভিসা) ধারী প্রবাসীদের জন্য নেওয়া হয়েছিল। তখন সময় গণনা শুরু হয়েছিল ২০২২ সালের মে থেকে। প্রাইভেট ভিসা ধারীদের ৩১ অক্টোবরের মধ্যে কুয়েতে প্রবেশ করতে হবে।

মহামারির কারণে কিছু দেশে বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়েছিল। এ কারণে কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় মানবিক দিক বিবেচনায় অনলাইনে আকামা নবায়নের মাধ্যমে প্রবাসীদের দুই বছরের বেশি সময় ধরে বাইরে থাকার সুযোগ দিয়েছিল।

সোনালীনিউজ/আইএ

Wordbridge School
Link copied!