• ঢাকা
  • মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

রাজধানীতে ভয়াবহ আগুন, ৬০-৭০ ঘর পুড়ে ছাই


নিজস্ব প্রতিবেদক নভেম্বর ২৪, ২০২০, ০৮:২০ এএম
রাজধানীতে ভয়াবহ আগুন, ৬০-৭০ ঘর পুড়ে ছাই

ঢাকা: রাজধানীর মহাখালীর সাততলা বস্তির আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে পুড়ে ছাই হয়ে গেছে ৬০-৭০টি ঘর। এ ঘটনায় এখনো হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

সোমবার (২৩ নভেম্বর) রাত ১১ টা ৪৭ মিনিটে আগুনের সূত্রপাত হয়। পরে রাত ১২টা ৫৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের অপারেটর দানা মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

কন্ট্রোল রুমের ডিউটি অফিসার এরশাদ হোসেন বলেন, মহাখালী সংক্রমণ ব্যাধি হাসপাতালের সামনে সাততলা বস্তিতে অগ্নিকাণ্ডের খবর পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটকে পাঠানো হয়। আগুনের গতিবেগ বেশি হওয়াতে পরবর্তীতে আরও ইউনিট যোগ করা হয়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের মোট ১২টি ইউনিট কাজ করে।

কন্ট্রোল রুমের অপারেটর দানা মিয়া জানান, আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে চারপাশে এখনও ধোঁয়া রয়েছে। তবে আশা করা যাচ্ছে অল্প সময়ের মধ্যে আগুন পুরোপুরি নেভানো সম্ভব হবে। 

তবে আগুনের ক্ষয়ক্ষতি ও সূত্রপাত সম্পর্কে জানা যায়নি। এখন পর্যন্ত হতাহতের কোনো খবর তিনি দিতে পারেননি।

সোনালীনিউজ/এইচএন

Wordbridge School
Link copied!