• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

হাতিরঝিলে প্রবেশ নিষেধ


নিজস্ব প্রতিবেদক ডিসেম্বর ৩১, ২০২০, ০১:৫৯ পিএম
হাতিরঝিলে প্রবেশ নিষেধ

ফাইল ফটো

ঢাকা: থার্টিফার্স্ট নাইট উপলক্ষ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নির্দেশনা অনুযায়ী বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) বিকেল ৫টার পর থেকে শুক্রবার সকাল পর্যন্ত হাতিরঝিলে ঢোকার সব রাস্তা বন্ধ থকাবে।

হাতিরঝিল থানার ওসি আব্দুর রশিদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বিকেল ৫টা থেকে হাতিরঝিল প্রবেশের পাঁচটি রাস্তাই বন্ধ থাকবে। এ সময়ের পর হাতিরঝিল এলাকায় ঘুরতে না আসার জন্য বলা হয়েছে। এ ব্যাপারে, স্থানীয় বসবাসকারীদের সহায়তা কামনা করেন তিনি।

তিনি আরো জানান, অপ্রীতিকর ঘটনা এড়াতে বিকেল থেকে রাতভর হাতিরঝিলের বিভিন্ন পয়েন্টে থাকবে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারি। হাতিরঝিলে প্রবেশের রাস্তাগুলো বন্ধ থাকবে ১ জানুয়ারি ভোর পর্যন্ত।

তাছাড়া, থার্টিফার্স্ট নাইটকে কেন্দ্র করে নিষেধাজ্ঞা রয়েছে সব ধরনের গণজমায়েতে। সন্ধ্যার পর সবাইকে বাসায় ফিরে যাওয়ারও অনুরোধ করেন ওসি আব্দুর রশিদ।

সোনালীনিউজ/এমএইচ/আই

Wordbridge School
Link copied!