• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পাশবিক নির্যাতনে ৩ বছরের শিশুর মৃত্যু, বাবা আটক


নিজস্ব প্রতিবেদক ফেব্রুয়ারি ২৭, ২০২১, ০৩:২০ পিএম
পাশবিক নির্যাতনে ৩ বছরের শিশুর মৃত্যু, বাবা আটক

ঢাকা: রাজধানীর বনানীর কড়াইল বস্তিতে তিন বছরের এক শিশুর রহস্যজনক মৃত্যু হয়েছে।তার নাম তানজিনা। শনিবার (২৭ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিক্যাল হাসপাতালে পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া সাংবাদিকদের এতথ্য নিশ্চিত করেছেন। 

তিনি জানান, শিশুটির গালে কামড়ের দাগ ও যৌনাঙ্গে আঘাতের চিহ্ন আছে বলে চিকিৎসকরা জানিয়েছে। ধারণা করা হচ্ছে পাশবিক নির্যাতনে শিশুটির মৃত্যু হয়েছে।

শিশুটিকে হাসপাতালে নিয়ে আসা তার পিতা মহিউদ্দিনকে আটক করা হয়েছে। তার কথাবার্তা সন্দেহজনক। বিষয়টি বনানী থানাকে অবগত করা হয়েছে।

নিহত শিশু পোশাক শ্রমিক মা জরিনা বেগমের সঙ্গে বনানীর কড়াইল বস্তির বেলতলা এলাকায় থাকতো।

আটক মহিউদ্দিন জানান, সে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর এলাকায় সিএনজিচালিত অটোরিকশা চালায়। গত কয়েকদিন আগে বনানীতে আসেন স্ত্রী ও সন্তানদের কাছে। সকালে তার স্ত্রী গার্মেন্টসে চলে যায়। একপর্যায়ে স্ত্রী যাওয়ার পরে তানজিনাকে খুঁজে না পেয়ে  সিঁড়ির নিচে তাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।

সোনালীনিউজ/আইএ

Wordbridge School
Link copied!