• ঢাকা
  • মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

আন্দোলনের পর চালু হলো উবার 


নিজস্ব প্রতিবেদক এপ্রিল ৭, ২০২১, ০৮:৫৫ পিএম
আন্দোলনের পর চালু হলো উবার 

ঢাকা: রাইড শেয়ারিং সেবা চালুর দাবিতে রাজধানীতে সড়ক অবরোধ করেছে চালকরা।সাতদিনের কঠোর নিষেধাজ্ঞার মধ্যে এই সেবা বন্ধের ঘোষণার পর থেকেই বিক্ষোভ করছেন তারা। 

এঅবস্থায় রাইড শেয়ারিংয়ের অন্তর্ভুক্ত উবার তাদের সেবা চালু করেছে। বুধবার (৭ এপ্রিল) সন্ধ্যায় তারা গণমাধ্যমে সেবা চালুর বিষয়ে বিবৃতি পাঠিয়েছে।
 
বিবৃতিতে বলা হয়েছে, সরকার এবং বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথোরিটির (বিআরটিএ) নির্দেশনা অনুযায়ী উবারের সেবা চালু করা হয়েছে। তবে বিবৃতিতে উবারের মোটরসাইকেল সার্ভিসটি চালুর বিষয়ে কোনো সিদ্ধান্ত জানানো হয়নি।

বুধবার থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত সব সিটি করপোরেশনের এলাকায় শর্ত সাপেক্ষে গণপরিবহন চলাচলের অনুমতি দেয় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ। সরকারের এই বিজ্ঞপ্তির আলোকেই উবার তাদের সেবা চালু করেছে। 
 
সিটি করপোরেশন এলাকার মধ্যে উবার সেবা নেওয়া যাবে।

সোনালীনিউজ/আইএ

Wordbridge School
Link copied!