• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ঢাকা উত্তরে মোবাইল কোর্টের ৪০ মামলায় জরিমানা ৮৫ হাজার


নিজস্ব প্রতিবেদক এপ্রিল ১৭, ২০২১, ০৮:০৬ পিএম
ঢাকা উত্তরে মোবাইল কোর্টের ৪০ মামলায় জরিমানা ৮৫ হাজার

ঢাকা: ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) বিভিন্ন এলাকায় তথা কোভিড-১৯ এর বিস্তার রোধকল্পে মোবাইল কোর্টে ৪০টি মামলায় ৮৫ হাজার টাকার অধিক জরিমানা আদায় করেছে।সরকার ঘোষিত নিষেধাজ্ঞা অমান্য করা, লাইসেন্স ব‍্যতীত ও লাইসেন্সের শর্ত ভঙ্গ করে ব‍্যবসা করা, মাস্ক না পড়া এবং স্বাস্থ্য বিধি না মানার কারণে ৪০ মামলায় সর্বমোট ৮৫ হাজার ১৫০ টাকা জরিমানা আদায় করা হয়।

শনিবার (১৭ এপ্রিল) নির্বাহী ম‍্যাজিস্ট্রট দ্বারা পরিচালিত মোবাইল কোর্টের মাধ্যমে ডিএনসিসি এলাকার ৩ নম্বর অঞ্চলে ২৫ টি মামলায় ৬৭ হাজার ৪৫০ টাকা, ৯ নম্বর অঞ্চলে ১২ টি মামলায় ৩ হাজার ৭০০ টাকা এবং ১০ নম্বর অঞ্চলে অপর ৩ টি মামলায় আরও ১৪০০০ টাকা জরিমানা আদায় করা হয়। এভাবে মোট ৪০ টি মামলায় আদায়কৃত জরিমানার সর্বমোট পরিমাণ ৮৫ হাজার ১৫০ টাকা।

এসময় সকলকে সরকারের নির্দেশনাসহ স্বাস্থ্য বিধিসমূহ যথাযথভাবে মেনে চলার পরামর্শ দেয়া হয়।

সোনালীনিউজ/আইএ

Wordbridge School
Link copied!