• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

যত বেশি বৃষ্টিই হোক ৩ ঘণ্টায় নেমে যাবে ঢাকার পানি


নিজস্ব প্রতিবেদক জুন ৯, ২০২১, ০৮:৫৮ পিএম
যত বেশি বৃষ্টিই হোক ৩ ঘণ্টায় নেমে যাবে ঢাকার পানি

ঢাকা: অতি ভারি বর্ষণ হলেও তিন ঘণ্টার মধ্যে ঢাকার জলাবদ্ধতা নিরসন করা সম্ভব বলে জানিয়েছেন দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

এমন কর্মপরিকল্পনা নিয়ে কাজ চলছে জানিয়ে মেয়র বলেন, অতি ভারি বৃষ্টিপাত হলে তিন ঘণ্টা, ভারি বৃষ্টিপাত হলে দুই ঘণ্টা এবং সাধারণ বৃষ্টিপাত হলে এক ঘণ্টার মধ্যেই জলাবদ্ধতা নিরসন হবে। রাজধানীর জলাবদ্ধতা নিরসনে ১০৩ কোটি টাকার উন্নয়ন কাজ চলমান রয়েছে। যার কিছুটা সুফল পাওয়া গেছে বলেও দাবি করেন তিনি।

বুধবার (৯ জুন) রাজধানীর যাত্রাবাড়ীতে শেখ রাসের পার্কের উদ্বোধন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন মেয়র তাপস।
 
এসময় দ্রুততম সময়ের ভেতর রাজধানীবাসীকে জলাবদ্ধতা থেকে রেহাই দিতে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে ঢাকা দক্ষিণ সিটি কাজ করছে বলেও জানান তিনি। 

সোনালীনিউজ/আইএ

Wordbridge School
Link copied!