• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

এক ঈশিতার এতো পরিচয়


নিজস্ব প্রতিবেদক আগস্ট ১, ২০২১, ০২:৩১ পিএম
এক ঈশিতার এতো পরিচয়

ঢাকা: ইশরাত রফিক ঈশিতা কখনও আন্তর্জাতিক আবার কখনও দেশি সংস্থার প্রতিনিধি পরিচয়ে প্রতারণা করতেন। এছাড়া তরুণ চিকিৎসা বিজ্ঞানী ও গবেষক, বিশিষ্ট আলোচক, ডিপ্লোম্যাট, বিগ্রেডিয়ার জেনারেল ও বিশেষজ্ঞ চিকিৎসক পরিচয় দিয়েও প্রতারণা করতেন তিনি। 

এসব অভিযোগের ভিত্তিতে তাকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‌্যাব)। তার এক সহযোগীকেও আটক করা হয়েছে।

রাজধানীর মিরপুর এলাকা থেকে তাকে আটক করা হয়েছে।

এবিষয়ে র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি ইমরান খান বলেন, ইশরাত রফিক ঈশিতা কখনও আন্তর্জাতিক আবার কখনও দেশি সংস্থার প্রতিনিধি পরিচয়ে প্রতারণা করতেন। এছাড়া তরুণ চিকিৎসা বিজ্ঞানী ও গবেষক, বিশিষ্ট আলোচক, ডিপ্লোম্যাট, বিগ্রেডিয়ার জেনারেল ও বিশেষজ্ঞ চিকিৎসক পরিচয় দিয়েও প্রতারণা করতেন তিনি।

সোনালীনিউজ/আইএ

Wordbridge School
Link copied!