• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

জুমার নামাজের পর বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ


নিউজ ডেস্ক অক্টোবর ১৫, ২০২১, ০৭:১৭ পিএম
জুমার নামাজের পর বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

ঢাকা:  কুমিল্লার ঘটনার জেরে শুক্রবার জুমার নামাজের পর রাজধানীর বায়তুল মোকাররম মসজিদ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন সাধারণ মুসল্লিরা। এসময় পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়। দুই পক্ষের মধ্যে ধাওয়া–পাল্টাধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ ও কাঁদানে গ্যাসের শেল ছোড়া হয়েছে। এতে অন্তত সাতজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

বিক্ষোভ মিছিলটি কাকরাইলের নাইটিঙ্গেল মোড়ে আসলে বাধা দেয় পুলিশ। বাধা পেয়ে মিছিলকারীরা আশপাশের গলিতে ঢুকে পড়েন। সেখান থেকে পুলিশকে লক্ষ্য করে ঢিল ছুড়তে শুরু করেন তারা। অপরদিকে তাদের ছত্রভঙ্গ করতে বিভিন্ন গলির মুখে অবস্থান নিয়ে কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে পুলিশ। একপর্যায়ে পুলিশ সদস্যরা শটগানের গুলিও ছোড়েন।

দুই পক্ষের মধ্যে থেমে থেমে প্রায় আধা ঘণ্টার মতো সংঘর্ষ এবং ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এ সময় পাঁচ পুলিশ সদস্যসহ অন্তত সাতজন আহত হয়েছেন বলে জানা গেছে। আহত দুই বিক্ষোভকারী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। আর পুলিশের রমনা জোনের সহকারী কমিশনার বায়জিদুর রহমান বলেছেন, তিনিসহ পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন।

সোনালীনিউজ/এআর

Wordbridge School
Link copied!