• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মুগদা হাসপাতালে আগুনে দগ্ধ ৫


নিজস্ব প্রতিবেদক অক্টোবর ২১, ২০২১, ০২:৫২ পিএম
মুগদা হাসপাতালে আগুনে দগ্ধ ৫

সংগৃহীত ছবি

ঢাকা: রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালের ছয়তলায় করোনা ইউনিটে আগ্নিকাণ্ডের ঘটনায় চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীসহ পাঁচজন দগ্ধ হয়েছেন।

বৃহস্পতিবার (২১ অক্টোবর) দুপুরে অগ্নিকাণ্ডের সময় সেখানে কোনো করোনার রোগী ছিলেন না।

হাসপাতালটির কোভিড আইসিইউ ইউনিটের ইনচার্জ ডা. আনিসুর রহমান সাংবাদিকদের জানান,  চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীসহ যে পাঁচজন আহত হয়েছেন তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে ভর্তি করা হয়েছে।

উল্লেখ্য, বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে এসি বিস্ফোরণে মুগদা হাসপাতালে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট। দুপুর ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। প্রথমিক ভাবে ধারনা করা হচ্ছে এসি বিস্ফোরণে ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

সোনালীনিউজ/আইএ

Wordbridge School
Link copied!