• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

লম্বা ছুটি কাটিয়ে পুরনো চেহারায় রাজধানী


নিজস্ব প্রতিবেদক মে ৮, ২০২২, ০৪:৫২ পিএম
লম্বা ছুটি কাটিয়ে পুরনো চেহারায় রাজধানী

ফাইল ছবি

ঢাকা: ঈদের লম্বা ছুটি কাটিয়ে পুরোদমে শুরু হয়েছে অফিস-আদালত, খুলেছে স্কুল-কলেজও। রোববার (৮ মে) সকাল থেকে রাজধানীর বিভিন্ন সড়কে দেখা গেছে অফিসগামী মানুষের চলাচল, বেড়েছে যানবাহনের চাপও।

তবে ঈদের ছুটি শুরু হওয়ার আগে যে তীব্র যানজট ছিল, তা এখনও সেভাবে শুরু হয়নি।

রাজধানীর বাড্ডা, হাতিরঝিল, মগবাজার, হাতিরপুল, কারওয়ান বাজার, ধানমন্ডিসহ বেশ কিছু এলাকা ঘুরে দেখা গেছে, অফিস-আদালত ও স্কুল-কলেজ খোলায় গেল কয়েকদিনের তুলনায় আজ সড়কে যানজট কিছুটা বেড়েছে। বাসস্টপগুলো গেল কয়েকদিন ফাঁকা থাকলেও আজ কিছুটা ভিড় লক্ষ্য করা গেছে। এছাড়া বিভিন্ন সিগন্যালগুলো ও মোড়ে মোড়ে থেমে থেকে যানজট সৃষ্টি হচ্ছে। তবে কোথাও তীব্র যানজট দেখা যায়নি।

সড়কে দায়িত্বরত এক ট্রাফিক সার্জেন্ট বলেন, ঈদের ছুটিতে ঢাকা অনেকটাই ফাঁকা থাকায় দায়িত্ব পালনে কোনো কষ্ট হয়নি। কিন্তু ছুটি শেষ হওয়ায় ঢাকা আগের রূপে ফিরছে। সকাল থেকেই যানবাহনের চাপ বেড়েছে।

এদিকে গ্রামে ঈদ উদযাপন করে এখনও অনেকেই রাজধানীতে ফিরছেন। রেলস্টেশন, লঞ্চঘাট ও বাস টার্মিনালগুলোতে এদিন রাজধানীমুখী মানুষের ভিড় দেখা গেছে।

সোনালীনিউজ/আইএ

Wordbridge School
Link copied!