• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

বাসচাপায় সহপাঠী আহতের ঘটনায় উত্তরায় সড়ক অবরোধ


নিজস্ব প্রতিবেদক জুন ২০, ২০২২, ০৬:০৯ পিএম
বাসচাপায় সহপাঠী আহতের ঘটনায় উত্তরায় সড়ক অবরোধ

ঢাকা: রাজধানীর উত্তরায় এনা পরিবহনের একটি বাসের চাপায় এক শিক্ষার্থী আহতের ঘটনায় হাউজবিল্ডিং এলাকায় সড়ক অবরোধ করে আন্দোলন করছেন মাইলস্টোন কলেজের শিক্ষার্থীরা। এতে সড়কে ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে। 

সোমবার (২০ জুন) বিকেল থেকে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করেন বলে সাংবাদিকদের জানিয়েছেন উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম।

শিক্ষার্থীরা বেশ কয়েকটি যানবাহন আটকে রেখেছে বলে জানা গেছে।

ওসি জানান, রোববার (১৯ জুন) এনা পরিবহনের একটি বাসের চাপায় এক শিক্ষার্থী আহত হয়। ওই ঘটনার প্রতিবাদে আজ বিকেল থেকে হাউজবিল্ডিং এলাকায় সড়ক অবরোধ করে আন্দোলন করছেন শিক্ষার্থীরা। এতে আশপাশের এলাকায় ব্যাপক যানজট সৃষ্টি হয়েছে। আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছি।

ওসি আরো জানান, গতকাল মাইলস্টোন কলেজের একাদশ শ্রেণির এক শিক্ষার্থী এনা বাসের চাপায় গুরুতর আহত হয় বলে জেনেছি। ওই শিক্ষার্থী এখন হাসপাতালে চিকিৎসাধীন। 

সোনালীনিউজ/আইএ

Wordbridge School
Link copied!