• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

রাজধানীর ফ্লাইওভারে সুতায় গলা কেটে গেল মোটরসাইকেল চালকের


নিজস্ব প্রতিবেদক নভেম্বর ১৭, ২০২২, ০১:২০ পিএম
রাজধানীর ফ্লাইওভারে সুতায় গলা কেটে গেল মোটরসাইকেল চালকের

ঢাকা : এবার রাজধানীর মেয়র হানিফ ফ্লাইওভারে বুধবার (১৬ নভেম্বর) চলন্ত অবস্থায় সুতায় লেগে গলা কেটে গেছে শামসুল হক (৫১) নামের এক মোটরসাইকেল চালকের।

এ সময় তাঁর গলা দিয়ে রক্ত ঝরতে থাকে। পরে তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়।

এ বিষয়ে শামসুল হক জানান, তিনি রাইড শেয়ারিং অ্যাপসের মাধ্যমে মোটরসাইকেল চালান। তাঁর বাড়ি হাজারীবাগ থানাধীন রায়েরবাজার এলাকায়।

বুধবার (১৬ নভেম্বর) ফ্লাইওভার দিয়ে নারায়ণগঞ্জ যাওয়ার পথে একটি সুতায় তাঁর গলা কেটে যায়। রক্তাক্ত অবস্থায় তিনি ফ্লাইওভার থেকে নেমে পুলিশ বক্সের সামনে আসেন। পরে এক যুবক তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন।

এ বিষয়ে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, চিকন সুতায় ওই ব্যক্তির গলা কেটে যায়। সেটি ঘুড়ি ওড়ানোর সুতা হতে পারে, আবার ফাঁদ পাতার ঘটনাও হতে পারে। বিষয়টি সংশ্লিষ্ট এলাকার ট্রাফিক পুলিশ খতিয়ে দেখছে।

এদিকে হানিফ ফ্লাইওভারে সুতায় দুর্ঘটনার শিকারের ঘটনা এবারই প্রথম নয়। প্রায় সময়ই ছিনতাইকারীদের এমন ফাঁদে বড় ক্ষতির শিকার হচ্ছেন বাইকাররা।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!