• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

এক্সল প্রপার্টি ও এসএসসি ৯৪ ব্যাচের মধ্যে যৌথ চুক্তি স্বাক্ষর


নিজস্ব প্রতিনিধি ফেব্রুয়ারি ৪, ২০২৩, ০৭:৫২ পিএম
এক্সল প্রপার্টি ও এসএসসি ৯৪ ব্যাচের মধ্যে যৌথ চুক্তি স্বাক্ষর

ঢাকা : অনলাইন ভিত্তিক সামাজিক সংগঠন ইউনিয়ন অফ এসএসসি ৯৪ বাংলাদেশ গ্রুপ ও আবাসন খাতে স্বনামধন্য প্রতিষ্ঠা এক্সল প্রপার্টিজ লিমিটেড এপিএল, ঢাকা এর মধ্যে আবাসন খাতে সহযোগীতার লক্ষ্যে যৌথ চুক্তি স্বাক্ষর হয়। 

এ চুক্তির ফলে অনলাইন ভিত্তিক সামাজিক সংগঠন ইউনিয়ন অফ এসএসসি ৯৪ বাংলাদেশ গ্রুপের দেশ ও প্রবাসী অবস্থানকারী সকল বন্ধুরা আবাসন খাতে সকল প্রকার সহযোগিতা (অনলাইন কিংবা অফলাইন), পরামর্শ, ডিজাইন, শেয়ার ক্রয় বিক্রয়, ভবনির্বাণ সহযোগিতা পারে। পাশাপাশি ১০০ বন্ধু/ বন্ধুর বাইরে উদ্যোগে ১০০টি শেয়ার, যার প্রতিটির মূল্য ১ লক্ষ টাকা যা ১ কোটি টাকার প্রকল্প-০১ হাতে নিতে যাচ্ছে, যা ৫০ লক্ষ টাকার জমি ও ৫০ লক্ষ টাকার ২য় তলা বিশিষ্ট বিল্ডিং এর রিসোর্ট করা হবে। যেখানে বিভিন্ন কর্পোরেট প্রতিষ্ঠানের মিটিং, পিকনিকসহ বিভিন্ন অনুষ্ঠানের জন্য ব্যবহার হবে।

যৌথ চুক্তির অনুষ্ঠানে  আবাসন খাতে স্বনামধন্য প্রতিষ্ঠান এক্সল প্রপার্টিজ লিমিটেড এপিএল, পক্ষে  জনাব ইঞ্জিঃ শাহজাহান কবির ব্যবস্থাপনা পরিচালক ও এবং ইউনিয়ন অফ এসএসসি ৯৪ বাংলাদেশ এর পক্ষে এসএম আমিনুর ইসলাম রানা, গ্রুপের নির্বাহী সদস্য জিয়াউর রহমান, মোঃ শহিদুল ইসলাম, এড নীলা ইয়াসমিন,  মিজানুর রহমান  এই চুক্তিতে স্বাক্ষর করেন। 

উপস্থিত ছিলেন  ইউনিয়ন অফ এসএসসি ৯৪ বাংলাদেশ গ্রুপের নির্বাহী সদস্য তানভীরুল ইসলাম চঞ্চল, নজরুল ইসলাম মনা, ঢাকা বিভাগীয় উপদেষ্টা প্রদীপ রঞ্জন সরকার, সাবেক উপদেষ্টামন্ডলী সদস্য জামাল উদ্দিন বাবু, ডাঃ ইসমাইল হোসেন সেলিম,   জামালপুর জেলা গভর্নর মুকুল আকন্দ, গোপালগঞ্জ জেলার উপদেষ্টামন্ডলী সদস্য মিরাজ আলী, গ্রুপের সদস্য কিশোরগঞ্জের বন্ধু জেবুননেসা সুমি, পাবনার বন্ধু মিলিটা বৈরাগ, ফরিদপুরের বন্ধু আফরোজা সুমি ও সাংবাদিক মোরশেদ আলম কাঞ্চন প্রমুখ।

সোনালীনিউজ/এমএএইচ

Wordbridge School
Link copied!