• ঢাকা
  • শনিবার, ০৮ ফেব্রুয়ারি, ২০২৫, ২৪ মাঘ ১৪৩০

ঢাকার যেসব এলাকায় ৯ ঘণ্টা গ্যাস থাকবে না শুক্রবার


নিজস্ব প্রতিবেদক আগস্ট ১, ২০২৪, ০১:১০ পিএম
ঢাকার যেসব এলাকায় ৯ ঘণ্টা গ্যাস থাকবে না শুক্রবার

ঢাকা : গ্যাস পাইপলাইনের জরুরি প্রতিস্থাপন কাজের জন্য শুক্রবার রাজধানীর বড় অংশজুড়ে ৯ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

বৃহস্পতিবার (১ আগস্ট) সকালে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত রাজধানীর মুগদা, আহমেদবাগ, কদমতলা, বাসাবো, বৌদ্ধ মন্দির, সবুজবাগ সংলগ্ন এলাকায় বিদ্যমান সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এ সময় আশপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে।

গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

এমটিআই

Wordbridge School
Link copied!