• ঢাকা
  • রবিবার, ০৮ ডিসেম্বর, ২০২৪, ২৩ অগ্রহায়ণ ১৪৩১

সাবেক ডেপুটি অ্যাটর্নি জেনারেল মমতাজ গ্রেপ্তার


উত্তরা (ঢাকা) প্রতিনিধি নভেম্বর ১১, ২০২৪, ১২:৪৩ পিএম
সাবেক ডেপুটি অ্যাটর্নি জেনারেল মমতাজ গ্রেপ্তার

ঢাকা : দেশে অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে রাজধানীর উত্তরা সাবেক ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মোহাম্মদ মমতাজ উদ্দিন মেহেদীকে (৬০) গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (১০ নভেম্বর) দুপুর ১২টার দিকে তাকে উত্তরার ৯ নম্বর সেক্টরের তার বাসা থেকে গ্রেপ্তার করা হয়। তিনি ২০১৬ সালে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে করা রাষ্ট্রদ্রোহ মামলার বাদী ছিলেন।

উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান দেশ রূপান্তরকে বলেন, ‘গোপন তথ্যের ভিত্তিতে উত্তরা থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জেল হত্যা মামলায় রাষ্ট্রপক্ষে দায়িত্ব পালনকারী ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে করা রাষ্ট্রদ্রোহিতার মামলার বাদী অ্যাডভোকেট মোহাম্মদ মমতাজ উদ্দিন মেহেদীকে গ্রেপ্তার করা হয়েছে।’

তিনি আরো বলেন, তার মোবাইল ফোনে আওয়ামী লীগের ‘গণতন্ত্র পুনরুদ্ধার’ কর্মসূচির নামে দেশে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চেষ্টার তথ্য প্রমাণ পাওয়া গেছে। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন গ্রুপে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির পাঁয়তারা চালিয়ে যাচ্ছিলেন।

হাফিজ বলেন, এ ঘটনায় অ্যাডভোকেট মেহেদীর বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে একটি মামলা হয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যা মামলা রয়েছে।

এমটিআই

Wordbridge School
Link copied!