• ঢাকা
  • শনিবার, ০৭ ডিসেম্বর, ২০২৪, ২২ অগ্রহায়ণ ১৪৩১

বৃহস্পতিবার ১২ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়


নিজস্ব প্রতিবেদক নভেম্বর ২৭, ২০২৪, ০১:৪৯ পিএম
বৃহস্পতিবার ১২ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

ঢাকা: পাইপলাইনের জরুরি সংস্কার কাজের জন্য আগামীকাল বৃহস্পতিবার (২৮ নভেম্বর) রাজধানীর বেশকিছু এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।  

বুধবার (২৭ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানিয়েছে, বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরদিন শুক্রবার (২৯ নভেম্বর) সকাল ৬টা পর্যন্ত ঢাকা ইপিজেড-১ ও ঢাকা ইপিজেড-২ এর আশপাশের এলাকা এবং নবীনগর-চন্দ্রা সড়কের পশ্চিম পাশে সকল শ্রেণির গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এছাড়া, এই সময়ের মধ্যে আশপাশের এলাকাগুলোতে গ্যাসের চাপও কম থাকতে পারে বলেও জানিয়েছে সংস্থাটি। 

এসএস

Wordbridge School
Link copied!