• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫, ২ মাঘ ১৪৩০

খিলগাঁওয়ে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু


নিজস্ব প্রতিবেদক ডিসেম্বর ৫, ২০২৪, ০৭:৩০ পিএম
খিলগাঁওয়ে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

ঢাকা: রাজধানীর খিলগাঁওয়ের মেরাদিয়া নয়াপাড়া পানির পাম্প এলাকায় একটি নির্মাণাধীন ভবনের তৃতীয় তলা থেকে পড়ে মো. কামাল হোসেন (৪৮) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে এই দুর্ঘটনা হয়।

গুরুতর আহত অবস্থায় কামাল হোসেনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে বিকেল সোয়া ৫টার নাগাদ মৃত ঘোষণা করেন।

নিহতের সহকর্মী মৃদুল হাসান বলেন, ‘আমরা মেরাদিয়া নয়াপাড়া পানির পাম্প এলাকায় একটি নির্মাণাধীন তিনতলা ভবনে পিলারের কাজ করার সময় অসাবধানতাবশত উপর থেকে নিচে পড়ে যায় কামাল। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে স্থানীয় একটি হাসপাতাল নেওয়া হয়। পরে সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক জানান কামাল আর বেঁচে নেই।’

তিনি আরও বলেন, ‘নিহত কামালের গ্রামের বাড়ি বরিশাল জেলায় বর্তমানে মেরাদিয়া এলাকায় ভাড়া থাকত।’

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, ‘মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।’

এসএস

Wordbridge School
Link copied!