• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

নামাজে হাঁচি এলে কী আলহামদুলিল্লাহ্ বলা যাবে?


নিউজ ডেস্ক সেপ্টেম্বর ৩, ২০২০, ০৩:২৭ পিএম
নামাজে হাঁচি এলে কী আলহামদুলিল্লাহ্ বলা যাবে?

ফাইল ছবি

ঢাকা: নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় দেশের জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মদ সাইফুল্লাহ।

আপনার জিজ্ঞাসার ২৫২৬তম পর্বে নামাজের সময় হাঁচি এলে আলহামদুলিল্লাহ্ বলা যাবে কি না, সে বিষয়ে ফরিদপুর থেকে চিঠির মাধ্যমে জানতে চেয়েছেন নাজমা। অনুলিখন করেছেন জান্নাত আরা পাপিয়া।

প্রশ্ন : নামাজের সময় বা টয়লেটে হাঁচি এলে কি আলহামদুলিল্লাহ্ বলা যাবে?

উত্তর : সালাতের সময় আলহামদুলিল্লাহ্ না বলাই উত্তম। যদি কেউ আলহামদুলিল্লাহ্ বলেন, তবে তার সালাত নষ্ট হবে না। সালাতের মধ্যে আলহামদুলিল্লাহ্ বলা বা এর উত্তর দেওয়া, কোনোটাই প্রযোজ্য নয়। এটা সালাতের বিধানের পরিপন্থী। যদি কোনো কারণে কারো মুখে আলহামদুলিল্লাহ্ এসে যায়, এতে সালাত নষ্ট হবে না।

টয়লেটের মধ্যে হাঁচি এলে আপনি আলহামদুলিল্লাহ্ বলতে পারেন। কিন্তু নবী করিম (সা.) টয়লেটরত অবস্থায় সালাম অথবা আল্লাহর জিকির পছন্দ করতেন না।

সোনালীনিউজ/এমএএইচ

Wordbridge School
Link copied!