• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আল্লাহর শুকরিয়া আদায় করা উচিত


নিউজ ডেস্ক এপ্রিল ২২, ২০২১, ১১:১৫ পিএম
আল্লাহর শুকরিয়া আদায় করা উচিত

ঢাকা : রমজান মাসে বেশি বেশি সওয়াব পাওয়ার জন্য অনেক আমল করা যায়। এর মধ্যে একটি শুকরিয়া আদায় করা। রমজান মাস পাওয়া এক বিশাল সৌভাগ্যের বিষয়। সেজন্য আল্লাহতায়ালার বেশি বেশি শুকরিয়া আদায় এবং আগামী রমজান পাওয়ার জন্য তাওফিক কামনা করা।

রমজান সম্পর্কে কোরআনে বলা হয়েছে : ‘আর যাতে তোমরা সংখ্যা পূরণ কর এবং তিনি তোমাদের যে হিদায়ত দিয়েছেন, তার জন্য আল্লাহর বড়ত্ব ঘোষণা কর এবং যাতে তোমরা শোকর কর।’ (সুরা আল বাকারাহ : ১৮৫)।

আর যখন তোমাদের রব ঘোষণা দিলেন, ‘যদি তোমরা শুকরিয়া আদায় কর, তবে আমি অবশ্যই তোমাদের নিয়ামত বাড়িয়ে দেব, আর যদি তোমরা অকৃতজ্ঞ হও, নিশ্চয় আমার আজাব বড় কঠিন।’ (সুরা ইবরাহিম : ৭)।

আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন : নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ামতের শুকরিয়া আদায় করে বলতেন অর্থাৎ সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। (সুনান আত-তিরমিজি : ২৭৩৮)।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!