• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

বৈঠকে চাঁদ দেখা কমিটি


নিজস্ব প্রতিবেদক মে ১২, ২০২১, ০৭:০০ পিএম
বৈঠকে চাঁদ দেখা কমিটি

ফাইল ছবি

ঢাকা: চাঁদ দেখা সাপেক্ষে বাংলাদেশে পবিত্র ঈদুল ফিতর কবে তা নির্ধারণে বৈঠকে বসেছে জাতীয় চাঁদ দেখা কমিটি।

বুধবার (১২ মে) বাদ মাগরিব দেশের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা নিয়ে বৈঠকে বসেছে কমিটি।

বৈঠকে সভাপতিত্ব করছেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান। 

করোনাভাইরাস মহামারীর মধ্যে আসছে আরেকটি ঈদ। বাংলাদেশের আকাশে আজ শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে ২৯ রোজা শেষে বৃহস্পতিবার ঈদ হবে। আর চাঁদ দেখা না গেলে পুরো ৩০ রোজা শেষে ঈদ হবে শুক্রবার।

বাংলাদেশের আকাশে কোথাও চাঁদ দেখা গেলে- ৯৫৫৯৪৯৩, ৯৫৫৫৯৪৭, ৯৫৫৬৪০৭ ও ৯৫৫৮৩৩৭ নম্বরে ফোনে অথবা ৯৫৬৩৩৯৭ ও ৯৫৫৫৯৫১ ফ্যাক্স করে জানাতে অনুরোধ করেছে ইসলামিক ফাউন্ডেশন।

সোনালীনিউজ/আইএ

Wordbridge School
Link copied!