• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ঈদের দিনের ১৩টি সুন্নত


ধর্মচিন্তা ডেস্ক মে ১৩, ২০২১, ০৯:৩১ পিএম
ঈদের দিনের ১৩টি সুন্নত

ঢাকা: পবিত্র ঈদুল ফিতর। মুসলমানদের জাতীয় ও আন্তর্জাতিক মহোৎসব। মুসলিম মিল্লাতের সবচেয়ে বড় আনন্দের দিন। মনের সব কালিমা দূর করে— মানুষে মানুষে ভেদাভেদ ভুলে, মান-অভিমান বিসর্জন দিয়ে একতা, সমদর্শিতা, ভ্রাতৃত্বতা ও সৌহার্দ্য-সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত স্থাপনের দিন। মনের হিংসা-বিদ্বেষ, অহংকার, অহমিকা, আত্মম্ভরিতা, আত্মশ্লাঘা, লোভ, রাগ-ক্রোধসহ যাবতীয় কুপ্রবৃত্তি থেকে নিজের পবিত্রতা ঘোষণা করার পবিত্র উপলক্ষ।

মহিমান্বিত দিনটির আনন্দ-উৎসবে ভিন্নমাত্রা যোগ করবে— নবীজি (সা.)-এর আদর্শিক কিছু চমকপ্রদ আয়োজন। তখন প্রত্যাশিত আনন্দঘন ঈদটি আনন্দে আনন্দে প্রাণময় হয়ে উঠবে। আপনার ঈদ আনন্দ ষোলআনায় ভরে উঠবে। আসুন, ঈদকে সত্যিকারার্থে আনন্দময় করে তুলতে ঈদকেন্দ্রিক নবীজি (সা.)-এর সাদামাটা অথচ বর্ণিল আয়োজনে চোখ বুলাই!

ঈদের দিনের ১৩টি সুন্নত জেনে নিন-

১। ভোরে ঘুম থেকে ওঠা।

২। মিসওয়াক করা।

৩। গোসল করা।

৪। সামর্থ্য অনুযায়ী উত্তম পোশাক পরা।

৫। সুগন্ধি ব্যবহার করা।

৬। শরিয়তের সীমার ভেতর থেকে যথাসম্ভব সজ্জিত হওয়া।

৭। ফজরের নামাজের পর তাড়াতাড়ি ঈদগাহে উপস্থিত হওয়া।

৮। ঈদুল ফিতরের দিনে ঈদগাহে যাওয়ার আগে খোরমা বা অন্য কোনও মিষ্টান্ন খাওয়া। ঈদুল আজহার দিনে নামাজের পূর্বে কিছু না খাওয়া।

৯। ঈদুল ফিতরে ঈদগাহে যাওয়ার আগে সদকায়ে ফিতর আদায় করা।

১০। ঈদের নামাজ পড়া।

১১। ঈদগাহে পায়ে হেঁটে যাওয়া।

১২। ঈদগাহে এক পথে যাওয়া এবং অন্য পথে ফিরে আসা।

১৩। ঈদুল ফিতরে অনুচ্চ স্বরে এবং ঈদুল আজহায় উচ্চস্বরে তাকবিরে তাশরিক বলতে বলতে ঈদগাহে যাওয়া। তাকবিরে তাশরিক হলো-

الله اكبر الله اكبر لا اله الا الله والله اكبر الله اكبر ولله الحمد.

উচ্চারণ: আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ।

সোনালীনিউজ/এইচএন

Wordbridge School
Link copied!