• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

হজের খরচ বাড়লো আরও ৫৯ হাজার টাকা


নিজস্ব প্রতিবেদক মে ২৬, ২০২২, ০৩:০১ পিএম
হজের খরচ বাড়লো আরও ৫৯ হাজার টাকা

ঢাকা: প্যাকেজ ঘোষণার পর সরকারি ও বেসরকারিভাবে হজের খরচ আরও ৫৯ হাজার টাকা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। বৃহস্পতিবার (২৬ মে) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী।

৩০ মের মধ্যে বাড়তি টাকা জমা দিতে বলা হয়েছে। 

সরকারি ব্যবস্থাপনায় প্যাকেজ-১ এর অধীনে জনপ্রতি ৫ লাখ ২৭ হাজার ৩৪০ টাকা ধরা হয়েছিল। প্যাকেজ-২ এর অধীনে ধরা হয় জনপ্রতি ৪ লাখ ৬২ হাজার ১৫০ টাকা।

সরকারি ব্যবস্থাপনায় এই দুটি প্যাকেজের সাথে বাড়তি ৫৯ হাজার টাকা যোগ হবে।

এছাড়া, বেসরকারি ব্যবস্থাপনায় ৪ লাখ ৬৩ হাজার ৭৪৪ টাকার সাথে ৫৯ হাজার টাকা যোগ হয়ে মোট ৫ লাখ ১২ হাজার ৭৪৪ টাকা খরচ হবে।

সোনালীনিউজ/আইএ

Wordbridge School
Link copied!