• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নতুন একটি ফিচার নিয়ে আসছে হোয়াটসঅ্যাপ


নিউজ ডেস্ক অক্টোবর ২৯, ২০২০, ০৬:৩২ পিএম
নতুন একটি ফিচার নিয়ে আসছে হোয়াটসঅ্যাপ

ঢাকা: ব্যবহারকারীদের জন্য নতুন একটি ফিচার নিয়ে আসছে হোয়াটসঅ্যাপ। এই ফিচারে থাকবে ৬০টিরও বেশি ওয়ালপেপার। ব্যবহারকারীরা তাদের পছন্দমতো যেকোনও ওয়ালপেপার প্রয়োজনীয় কাজে ব্যবহার করতে পারবেন।

ফেসবুকের মালিকানাধীন হোয়াটসঅ্যাপের নতুন সব ফিচার ও পরিবর্তন সম্পর্কে যাবতীয় খোঁজ রাখে অনলাইন প্ল্যাটফর্ম ওয়াবেটাইনফো। তারা জানিয়েছে, হোয়াটসঅ্যাপের নতুন একটি ফিচারের অধীনে সব মিলিয়ে ৬২টি ওয়ালপেপার থাকবে।

ওয়াবেটাইনফোর বরাত দিয়ে ভারতীয় প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম গেজেটস নাউ জানায়, টেস্টফ্লাইট বেটা প্রোগ্রামের আওতায় আইফোন ব্যবহারকারীদের জন্য নতুন আপডেট নিয়ে এসেছে হোয়াটসঅ্যাপ। ওই আপডেটেই ওয়ালপেপারের ফিচারটি রয়েছে।

অর্থাৎ, হোয়াটসঅ্যাপের নতুন ওয়ারলপেপার ফিচারটি বেটা ব্যবহাকারীরা ব্যবহার করতে পারবেন। শিগগিরই এটি সব আইফোন ব্যবহারকারীর জন্য উন্মুক্ত করে দেওয়া হতে পারে। অন্যদিকে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা কবে সুবিধাটি পাবেন সে বিষয়ে নিশ্চিত করে কিছু বলা হয়নি।

হোয়াটসঅ্যাপের নতুন এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা প্রতিটি চ্যাটের জন্য আলাদা ওয়ালপেপার ব্যবহার করতে পারবেন। গ্রুপ চ্যাটেও এগুলো ব্যবহার করা যাবে। ৬২টি ওয়ালপেপারের মধ্যে ৩২টি থাকবে উজ্জ্বল রঙয়ের এবং বাকি ৩০টি থাকবে অনুজ্জ্বল ধাঁচের।

সোনালীনিউজ/টিআই

Wordbridge School
Link copied!