• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ফেসবুক বন্ধ কেন, জানে না মন্ত্রণালয়


নিজস্ব প্রতিবেদক মার্চ ২৮, ২০২১, ০৩:৪০ পিএম
ফেসবুক বন্ধ কেন, জানে না মন্ত্রণালয়

ঢাকা: বাংলাদেশি ব্যবহারকারীরা ফেসবুকের ওয়েবসাইটে প্রবেশ করতে পারছেন না শুক্রবার (২৬ মার্চ) বিকেল থেকে। ওইদিন বিকেল ৫টা থেকে দেশে জনপ্রিয় এ সামাজিক যোগাযোগ মাধ্যমটি বন্ধ থাকলেও সরকারের পক্ষ থেকে কোনো কিছুই জানানো হয়নি। 

শনিবার (২৭ মার্চ) একটি বিবৃতি দিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ। বিবৃতিতে ফেসবুক বলেছে, আমরা অবগত রয়েছি যে— বাংলাদেশে আমাদের সেবাগুলো সীমিত করে দেওয়া হয়েছে। আমরা এ বিষয়ে আরও বেশি বোঝার জন্য কাজ করছি এবং শিগগিরই পূর্ণাঙ্গ সেবা পুনরায় চালু করা সম্ভব হবে বলে আমরা আশা করছি।  

এদিকে রোববার (২৮ মার্চ) বিষয়টি নিয়ে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার একটি গণমাধ্যমকে বলেছেন, ‘আমাদের মন্ত্রণালয়ের পক্ষ থেকে ফেসবুক বন্ধ বা স্লো করে দেওয়ার কোনো সিদ্ধান্ত হয়নি। বিষয়টি মূলত দেখে আইন প্রয়োগকারী সংস্থাগুলো। তারা হয়তো কিছু বলতে পারবেন।’ 

গণমাধ্যমটির পক্ষ থেকে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) ঊর্ধ্বতনদের সঙ্গে যোগাযোগ করা হলেও কোনো জবাব মেলেনি।

সূত্র-ঢাকাপোস্ট

সোনালীনিউজ/আইএ

Wordbridge School
Link copied!