• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

মোবাইল সেবা বিঘ্নিত হতে পারে রাতে


নিউজ ডেস্ক: এপ্রিল ৭, ২০২১, ০৮:০১ পিএম
মোবাইল সেবা বিঘ্নিত হতে পারে রাতে

ঢাকা: নতুন তরঙ্গে বিন্যাসের কারণে আট ঘণ্টা মোবাইল সেবা (গ্রামীণফোন, রবি ও বাংলালিংক) বিঘ্নিত হতে পারে।বুধবার (৭ এপ্রিল) রাত ১১টা থেকে সেবা বিঘ্নিত হতে পারে জানিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

বিটিআরসির (মিডিয়া উইং) উপপরিচালক জাকির হোসেন খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “দ্বিতীয় ধাপে ২১০০ মেগাহার্টজ তরঙ্গের নতুন বিন্যাসের জন্য ৭ এপ্রিল রাত ১১টা থেকে ৮ এপ্রিল সকাল ৭টা পর্যন্ত মোবাইল সেবায় বিঘ্ন ঘটতে পারে।”
 
প্রথম ধাপে ১৮০০ মেগাহার্টজের তরঙ্গ বিন্যাসের কারণে ১ এপ্রিল রাত ১১টা থেকে ২ এপ্রিল সকাল ৭টা পর্যন্ত আট ঘণ্টা মোবাইল ফোন সেবায় বিঘ্ন ঘটতে পারে বলে বিটিআরসি সর্তক করেছিল।

দ্বিতীয় ধাপে ২১০০ মেগাহার্টজ তরঙ্গের নতুন বিন্যাসের জন্য ৭ এপ্রিল রাত ১১টা থেকে ৮ এপ্রিল সকাল ৭টা পর্যন্ত সেবায় বিঘ্ন ঘটতে পারে। এ জন্য দুঃখ প্রকাশ করেছে বিটিআরসি।
 
গ্রামীণফোন, রবি ও বাংলালিংক গত ৮ মার্চ অনুষ্ঠিত নিলামে নতুন তরঙ্গ বরাদ্দ পেয়েছে। ৯ এপ্রিল থেকে নতুন তরঙ্গে সেবা দেওয়ার কথা তাদের।

সোনালীনিউজ/আইএ

Wordbridge School
Link copied!