• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ভয়েস মেসেজে নতুনত্ব আনলো হোয়াটসঅ্যাপ


নিজস্ব প্রতিবেদক জুন ১০, ২০২১, ০৪:২২ পিএম
ভয়েস মেসেজে নতুনত্ব আনলো হোয়াটসঅ্যাপ

ফাইল ফটো

ঢাকা: ফেসবুকের মালিকানাধীন মেসেজিং প্লাটফর্ম হোয়াটসঅ্যাপে যুক্ত হচ্ছে একের পর এক নতুন ফিচার। ভয়েস মেসেজ পাঠানোর আগে নিজে একবার শুনে নেয়ার সুবিধাও যোগ করা হয়েছে। এবারের ফিচারটিও যারা ভয়েস মেসেজে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন তাদের জন্যই।

বর্তমানে হোয়াটসঅ্যাপে যখন কোনো ব্যবহারকারী প্রথমবার লগ ইন করেন, তখন ডিভাইস ভেরিফিকেশনের জন্য একটি ৬ ডিজিটের কোড আসে। কিন্তু নেটওয়ার্ক প্রবলেম হলে সেই কোড রিসিভ করতে সমস্যা হতে পারে। এবার সেই সমস্যার সমাধান হচ্ছে।

ভেরিফিকেশনের জন্য ফ্ল্যাশ কল চালু করতে যাচ্ছে হোয়াটসঅ্যাপ। অর্থাৎ লগ-ইন করার সময়ে আপনার নম্বরে হোয়াটসঅ্যাপ থেকে একটি ফোন আসবে। আর তাতেই হয়ে যাবে ভেরিফিকেশন।

এরই মধ্যে জানা গেছে, একইসঙ্গে চারটি ডিভাইসে একটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যবহার করা যাবে। সেক্ষেত্রে নতুন এই ফিচার থাকলে বার বার ভেরিফিকেশনের প্রক্রিয়াটাও সহজ হবে বলে মনে করা হচ্ছে।

এর আগে হোয়াটসঅ্যাপ ওয়েবের জন্য ডেস্কটপ ভার্সনের সঙ্গে সঙ্গে ফোনেও ইন্টারনেট কানেকশান লাগতো। কিন্তু মাল্টি ডিভাইস সাপোর্ট চালু হলে, আলাদা আলাদাভাবে প্রতিটি ডিভাইসেই স্বাধীনভাবে হোয়াটসঅ্যাপ ব্যবহার করা যাবে। অনেকটা ফেসবুকের মেসেঞ্জারের মতোই।

সোনালীনিউজ/এমএইচ

Wordbridge School
Link copied!