• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

হোয়াটসঅ্যাপে আসছে স্টিকার খোঁজার জন্য শর্টকাট


তথ্যপ্রযুক্তি ডেস্ক জুন ১৬, ২০২১, ০৭:২১ পিএম
হোয়াটসঅ্যাপে আসছে স্টিকার খোঁজার জন্য শর্টকাট

ঢাকা: আইওএস সংস্করণের হোয়াটসঅ্যাপে স্টিকার খোঁজার জন্য আসছে শর্টকাট। সম্প্রতি এরকমই এক আপডেট (২.২১.১২০.৯) টেস্টফ্লাইট বেটার মাধ্যমে জমা দিয়েছে হোয়াটসঅ্যাপ। 

মেসেজ সেবাদাতা এ অ্যাপটিতে আগে থেকেই স্টিকার খোঁজার সুবিধা রয়েছে। তবে নতুন ফিচারে আরও দ্রুত কাঙ্ক্ষিত স্টিকার খুঁজে বের করতে পারবেন ব্যবহারকারীরা। এ প্রসঙ্গে ডব্লিউএবেটাইনফো বলছে, কোনো সুনির্দিষ্ট শব্দ বা ইমোজি দিয়ে পছন্দের ইমোজি খুঁজে নিতে পারবেন ব্যবহারকারীরা। স্টিকার যে খুঁজে পাওয়া গেছে তা ব্যবহারকারীকে জানিয়ে দেবে স্টিকার বাটন। এ লক্ষ্যে স্টিকার বাটনকে অ্যানিমেটও করে দিয়েছেন ডেভেলপাররা।

এটি ছাড়াও ‘ডিসঅ্যাপিয়ারিং মোডের’ মতো ফিচার নিয়ে কাজ করছেন ডেভেলপাররা। ফিচারটি চলে আসার পর হোয়াটসঅ্যাপের সেটিংস থেকে প্রাইভেসি অপশনে গিয়ে ডিসঅ্যাপিয়ারিং মোড চালু করে নিতে হবে ব্যবহারকারীদের।

সোনালীনিউজ/টিআই

Wordbridge School
Link copied!